নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরুর আগে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে হেড কোচ রাসেল ডোমিঙ্গো জানিয়েছিলেন, প্রথম দুই ম্যাচে কিপিং করবেন নুরুল হাসান সোহান। পরের দুই ম্যাচে গ্লাভস পাবেন বাংলাদেশ দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুশফিকুর রহীম। সেই অনুযায়ী রোববার সিরিজের তৃতীয় ম্যাচে কিপার হিসেবে মুশফিককেই দেখার অপেক্ষায় ছিলেন সবাই।
কিন্তু বিকেল সাড়ে ৩টায় টসের সময় ঘোষিত ম্যাচের একাদশে জানা গেলো, এ ম্যাচেও উইকেটকিপিং করবেন সোহান। তখন থেকেই সবার মনে প্রশ্ন, মুশফিকের বদলে সোহান কেন কিপিংয়ে? উত্তর মিলেছে ম্যাচ শেষে।
হেড কোচ ডোমিঙ্গো জানিয়েছেন, কুড়ি ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে আর কিপিং করতে চান না মুশফিক।
তৃতীয় ম্যাচটিতে ৫২ রানের ব্যবধানে হারের পর প্রসঙ্গক্রমে ডোমিঙ্গো বলেন, মুশফিকের সঙ্গে কথা বলার পর এটা (উইকেটকিপার) বদলানো হয়েছে। তারই দ্বিতীয় ম্যাচের পর কিপিং করার কথা ছিলো। তবে মুশফিক আমাকে বলেছে, সে আর টি-টোয়েন্টি ফরম্যাটে কিপিং করতে চায় না।
এখন সোহানের দিকেই মনোযোগ দিতে চান হেড কোচ, আমাদের সামনে তাকাতে হবে। আমার মনে হয় না, এই ফরম্যাটে মুশফিক আর কিপিং করতে চায়। তাই আমাদের এখন সোহানের দিকে মনোযোগ দিতে হবে এবং বিশ্বকাপের আগে তাকে নিজের কাজটা করতে হবে।
উল্লেখ্য, টি-টোয়েন্টি ক্রিকেটে উইকেটরক্ষক হিসেবে ৩২টি ক্যাচ ও ২৯টি স্ট্যাম্পিং করেছেন মুশফিক। এছাড়া ফিল্ডার হিসেবে ধরেছেন আরো ৫টি ক্যাচ।