রাজধানীতে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ৩৩০ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।এটি চলতি বছরে একদিনে সর্বোচ্চ সংখ্যক রোগী হাসপাতালে ভর্তির রেকর্ড। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনজন মারা গেছেন।
আক্রান্তের মধ্যে রাজধানীর বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮৪ জন। আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৬ জন।
বৃহস্পতিবার ( ৩ সেপ্টেম্বর)স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত এক দিনে আরও ৩৩০ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সেই সঙ্গে তিনজনের মৃত্যু হয়েছে। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন এক হাজার ২৬২ জন। এর মধ্যে ঢাকাতে এক হাজার ১৩১ জন। আর বাকি ১৩১ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।
১৭ আগস্ট ৩২৯ জন ডেঙ্গু আক্রান্তের রেকর্ড হয়েছিল। আজ (২ সেপ্টেম্বর) সেই রেকর্ড ভাঙল।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি বেসরকারি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১০ হাজার ৯৮১ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন নয় হাজার ৬৬৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, ডেঙ্গু সন্দেহে ২ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে ৪৮ জনের মৃত্যু হয়েছে।