গ্রিজম্যানকে ছেড়ে দিল বার্সেলোনা

দলবদলের শেষ দিনে বেশ কয়েকজন খেলোয়াড়কে ছেড়ে দিল বার্সেলোনা। এর মধ্যে সবচেয়ে বড় নাম অ্যান্তোনিও গ্রিজম্যান। উইন্ডো বন্ধ হওয়ার একেবারে শেষ মুহূর্তে বার্সা জানিয়ে দিল, মৌসুমের বাকি সময়ে বার্সায় থাকছেন না গ্রিজম্যান।

বিশ্বকাপজয়ী তারকাকে তাঁর পুরোনো ক্লাব অ্যাথলেটিকো মাদ্রিদে পাঠাল বার্সা। এই অ্যাথলেটিকো থেকেই দুই বছর আগে ১২ কোটি ইউরো খরচা করে গ্রিজম্যানকে নিয়েছিল কাতালান ক্লাবটি।

আজ বুধবার বাংলাদেশ সময় সকালে এক বিবৃতিতে খবরটি নিশ্চিত করেছে বার্সেলোনা। গ্রিজম্যানকে ছেড়ে দিয়ে তারা এক মৌসুমের জন্য সেভিয়া থেকে ধারে লুক ডি ইয়ংকে দলে টেনেছে। চাইলে ডি ইয়ংয়ের সঙ্গে চুক্তিও করে নিতে পারবে স্প্যানিশ জায়ান্টরা।

গ্রিজম্যানকেও এক বছরের ধারের চুক্তিতে অ্যাথলেটিকোতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে বার্সা। তবে চার কোটি ইউরোতে অ্যাথলেটিকো চাইলে কিনে নিতে পারবে গ্রিজম্যানকে। এ ছাড়া ধারের সময়সীমা বাড়ানোর সুযোগও রয়েছে।

গতকাল দলবদলের শেষ দিনে এসে ব্রাজিলের ডিফেন্ডার এমেরসনকে টটেনহ্যাম হটস্পার এবং ইলাইশ মোরিবাকে লাইপজিগের কাছে বিক্রি করে দিয়েছে বার্সেলোনা।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img