মাটিরাঙ্গায় গৃহবধুর আত্মহত্যা

খাগড়াছড়ি জেলাধীন মাটিরাঙ্গার ডাক্তার পাড়া নামক এলাকায় সালমা আক্তার (২৭) নামে এক গৃহবধু পারিবারিক কলহের জের ধরে নিজ বাড়ির রান্নাঘরে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে।

(৩০ আগস্ট) সোমবার বেলা ১১টার সময় মাটিরাঙ্গা পৌরসভার ৬নং ওয়ার্ড ডাক্তার পাড়ায় নিজ বাড়ির রান্নাঘরে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন এ গৃহবধূ।

স্থানীয় সূত্রে জানা গেছে, মায়ের লাশ দেখে তাঁর বাচ্চারা চিৎকার করলে প্রতিবেশিরা তাকে উদ্ধার করে মাটিরাঙ্গা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

স্থানীয়রা আরও জানান, সালমা আক্তার এর ৩টি কণ্যা সন্তান থাকায় তাঁরা স্বামী স্ত্রীর মধ্যে প্রায় ঝগড়া হতো।

এদিকে নিহতের স্বামী মোঃ হোসাইন লিটন জানান, এক মাস আগে আমার স্ত্রী সালমা আক্তার তৃতীয় কন্যা সন্তানের মা হয়েছে। তৃতীয় কন্যা সন্তান হওয়ার বিষয়টি জানার পর থেকেই আমার স্ত্রী মানসিকভাবে ভেঙ্গে পড়ে, এজন্য তাঁর চিকিৎসাও চলছিল বলে জানান।

ঘটনার বিষয়টি নিশ্চিত করে মাটিরাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলী বলেন, লাশ ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে, লাশ ময়নাতদন্তের পর মৃত্যুর মূল কারণ জানা যাবে বলে জানান তিনি।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img