বিশ্ব স্বাস্থ্যসংস্থার সঙ্গে সাড়ে ১০ কোটি টিকার চুক্তি: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি বলেছেন, বিশ্বস্বাস্থ্য সংস্থার সাথে নতুন করে সাড়ে ১০ কোটি টিকার চুক্তি হয়েছে। দেশের প্রতিটি মানুষের জন্য টিকার ব্যবস্থা করা হবে।

রোববার (২৯ আগস্ট) দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়াস্থ শুভ্র সেন্টারে উপজেলা যুবলীগ আয়োজিত জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দেশের প্রতিটি মানুষের জন্য টিকার ব্যবস্থা করা হবে। একারণেই, প্রধানমন্ত্রীর নির্দেশনায় বিশ্বস্বাস্থ্য সংস্থার সাথে টিকা পাওয়ার ব্যাপারে চুক্তি করা হয়েছে। প্রধানমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার ব্যাপারে তাগিদ দিচ্ছেন। শিক্ষক-শিক্ষার্থীদের টিকা দিয়েই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে।’

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, মানিকগঞ্জ পৌরসভার মেয়র মো. রমজান আলী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসরাফিল হোসেন, সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকার, সদর উপজেলা যুবলীগের সভাপতি খলিলুর রহমান প্রমুখ।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img