পিএসজির হয়ে মেসির অভিষেক হচ্ছে আজ!

স্প্যানিশ জায়ান্ট ক্লাব বার্সেলোনা থেকে পিএসজিতে পাড়ি জমালেও এখনো ফরাসি ক্লাবটির হয়ে মাঠে নামা হয়নি আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। তবে সবকিছু ঠিকঠাক থাকলে নতুন ক্লাবের হয়ে আজ রাতেই অভিষেক হচ্ছে তার।

ছয়বারের ব্যালন ডি’অর জয়ী পিএসজিতে যোগ দেয়ার পর লিগে এক এক মোট তিনটি ম্যাচ খেলে ফেলেছে ফরাসি জায়ান্ট ক্লাবটি। প্রথম দুই ম্যাচে মাঠে নামার মতো অবস্থায় না থাকলেও তৃতীয় ম্যাচে মেসিকে মাঠে নামানোর কথা প্রায় পাকাপক্তই ছিল। কিন্তু শেষ মুহূর্তে শোনা যায় ভিন্ন কথা। ফলে সে ম্যাচেও অভিষেক হয়নি ফুটবল জাদুকরের।

ফ্রেঞ্চ লিগ ওয়ানের ম্যাচে আজ রাতে রেঁসের বিপক্ষে মাঠে নামবে মাউরিসিও পচেত্তিনোর শিষ্যরা। ম্যাচটি শুরু হচ্ছে বাংলাদেশ সময় রাত ১২টা ৪৫ মিনিটে। আর এই ম্যাচই হতে যাচ্ছে পিএসজির হয়ে মেসির প্রথম ম্যাচ।

শনিবার এক সংবাদ সম্মেলনে শুধু মেসি নয়, কিলিয়ান এমবাপ্পে এবং নেইমার জুনিয়রের কথাও কোচের কাছে জিজ্ঞেস করা হয়। তবে সরাসরি কিছুই বলেননি পচেত্তিনো। তবে তিনজনেরই খেলার সম্ভাবনা রয়েছে উইকেন্ডের ম্যাচটিতে।

তবে এখনও যে সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি সেটিও বলেছেন পচেত্তিনো, ‘যেকোনো সিদ্ধান্ত নেয়ার আগে আমাদের সবকিছু ভেবে দেখতে হবে। এরপর আমরা সিদ্ধান্ত নেব। তারা তিনজনই (মেসি, নেইমার ও এমবাপে) সম্ভবত দলে থাকবে।’

এসময় মেসির প্রতি নিজের মুগ্ধতার কথা জানিয়েছে পিএসজি কোচ আরও বলেন, ‘সে দারুণ অনুপ্রাণিত ও পেশাদার। নতুন সতীর্থ ও পরিবেশের সঙ্গে দ্রুত মানিয়ে নিচ্ছে। নতুন একটি লিগে খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতা তার রয়েছে।’

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img