প্রবাসী আয়ে রেমিটেন্সে নতুন রেকর্ড

করোনা মহামারির মধ্যেও রেমিটেন্স পাঠানো অব্যাহত রেখেছেন প্রবাসীরা। এতে আজ মঙ্গলবার রেমিটেন্স ৪৮ বিলিয়ন (৪ হাজার ৮০০ কোটি টাকা) ডলারের মাইলফলক ছুঁয়েছে। আগস্টে ২৩ দিনে ১ দশমিক ৪ বিলিয়ন ডলারের রেমিটেন্স পাঠান প্রবাসীরা।

মঙ্গলবার (২৪ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভের পরিমাণ ৪৮ দশমিক ০৪ বিলিয়ন ডলার, যা অতীতের যেকোনো সময়ের তুলনায় বেশি।

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কাজী ছাইদুর রহমান বলেন, রেমিটেন্স ইতিবাচক ধারা ফিরেছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ১ দশমিক ৪৫ বিলিয়ন ডলারের ঋণ-সহায়তা যোগ হওয়ায় বাংলাদেশের বিদেশি মুদ্রার সঞ্চয়ন নতুন উচ্চতায় উঠেছে।

গত দেড় মাসে ৪৬ বিলিয়ন ডলার ছাড়িয়ে। সোমবার রিজার্ভের পরিমাণ ছিল ৬ দশমিক ৬ বিলিয়ন ডলার।

অতীতের সব রেকর্ড ছাপিয়ে এই মহামারির মধ্যে রিজার্ভ ৪৮ বিলিয়ন ডলারে পৌঁছা বাংলাদেশের অর্থনীতির জন্য ‘খুবই ভালা’খবর বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

তিনি বলেন, ১২ বছরে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৬.১ বিলিয়ন হতে ৮ গুণ বৃদ্ধি পেয়ে ৪৮ বিলিয়ন ডলার হয়েছে। এত অল্প সময়ে এত বেশি পরিমাণ রিজার্ভ। এটি নিঃসন্দেহে একটি ঐতিহাসিক রেকর্ড।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ২০২১-২২ অর্থবছরে ২৪ দশমিক ৭৮ বিলিয়ন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা। যা ছিল আগের অর্থবছরের চেয়ে ৩৬ দশমিক ১০ শতাংশ বেশি।

চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে এসেছে ১ দশমিক ৮৭ বিলিয়ন ডলার। আর চলতি মাসের ২৩ দিনে এসেছে ১ দশমিক ৪ বিলিয়ন ডলার।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img