আবার শুরু হতে যাচ্ছে করোনাভাইরাসের কারণে বন্ধ হয়ে যাওয়া পাকিস্তান সুপার লিগ(পিএসএল)। কিন্তু বিভিন্ন কারণে নিজেদের অধিকাংশ ক্রিকেটারদের পাচ্ছেন না ফ্রাঞ্চাইজিগুলো। তাই ফের একবার নিলাম অনুষ্ঠান আয়োজন করবে পিএসএল কর্তৃপক্ষ। এই নিলামের সাকিব-তামিমসহ রয়েছে বাংলাদেশের পাঁচজন ক্রিকেটার।
সাকিব-তামিম ছাড়া বাকি তিনজন হলেন তাসকিন আহমেদ, লিটন দাস এবং সাব্বির রহমান। পিএসএলের এই মধ্যবর্তী ড্রাফটের সর্বোচ্চ প্লাটিনাম ক্যাটাগরিতে রয়েছেন বাংলাদেশ দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। পরের ক্যাটাগরি অর্থাৎ ডায়মন্ডে রয়েছেন বাঁহাতি ওপেনার তামিম ইকবাল। এছাড়া সিলভার ক্যাটাগরিতে রয়েছে তাসকিন আহমেদ, সাব্বির রহমান, লিটন দাসদের নাম।
সর্বোচ্চ ক্যাটাগরি প্লাটিনামে নাম রয়েছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। এছাড়া এই তালিকায় রয়েছেন- এভিন লুইস, আন্দ্রে রাসেল ও মার্টিন গাপটিলরা। এদের মধ্যে পুরো সময়ের জন্য থাকবেন গাপটিল। আর লুইস যোগ দেবেন ১৬ জুন। আর আইপিএল শেষ হওয়ার পর পাওয়া যাবে রাসেল ও সাকিবকে।
ডায়মন্ড ক্যাটাগরিতে উসমান খাজা, জেমস ফকনার, অ্যাডাম মিলনে এবং মরনে মরকেলদের সঙ্গে রয়েছেন তামিম ইকবাল। গোল্ড ক্যাটাগরিতে রয়েছেন নিরোশান ডিকভেলা, দিনেশ চান্দিমাল, কেমো পলরা।
আর সবশেষ সিলভার ক্যাটাগরিতে আছেন জ্যাক ওয়েদারাল্ড, জোনাথন ওয়েলস, হযরতউল্লাহ জাজাই, জর্জ ওয়ার্কার, ওয়েসলে মাধভের, শন উইলিয়ামস, তাসকিন আহমেদ, লিটন দাস, সাব্বির রহমান, নুয়ান প্রদীপ, সেকুগে প্রসন্না, জনসন চার্লস, কেসরিক উইলিয়ামস ও সিসান্দা মাগালারা।
পিএসএলের চলতি মৌসুমে এখন পর্যন্ত খেলা হয়েছে মোট ১৪টি ম্যাচ। এখন পর্যন্ত ৫ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে করাচি কিংস। টেবিলে যথাক্রমে দুই, তিন এবং চার নম্বরে থাকা পেশোয়ার জালমি, ইসলামাবাদ কিংস এবং লাহোর কালান্দার্সের সংগ্রহও ৬ পয়েন্ট। তবে তারা নেট রান রেটে পিছিয়ে রয়েছে।