ভারতে করোনার তৃতীয় ঢেউয়ের শঙ্কা, হতে পারে ভয়াবহ বিপর্যয়

মহামারি করোনা ভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে মাত্র দুই মাস আগে ভয়াবহ বিপর্যয়ের কবলে পড়েছিল ভারত।

পরিস্থিতি এতটাই জটিল হয়েছে করোনায় মৃতদের লাশ নদীতে ভাসিয়ে দেয়ার ঘটনাও ঘটে বলে জানিয়েছিল দেশটি সংবাদ মাধ্যমগুলো।  এদিকে ভারতের জনস্বাস্থ্যবিদরা আশঙ্কা প্রকাশ করেছেন ভারতে অক্টোবরে করোনার তৃতীয় ঢেউয়ে চূড়ায় উঠতে পারে সংক্রমণ।  তখন সবচেয়ে বেশি সংক্রমিত হবে শিশুরা।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, এক প্রতিবেদনে এমনই আশঙ্কার কথা জানিয়েছে দেশটির জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর তত্বাবধানে গঠিত বিশেষজ্ঞ কমিটি।  একইসঙ্গে পরিস্থিতি মোকাবিলায় আগে থেকেই কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি অনুরোধ তাদের। 
চলতি বছর জুলাই পর্যন্ত মহামারী করোনায় ভয়াবহ সময় পার করেছে ভারত।  একদিকে অক্সিজেন সঙ্কট অন্যদিকে, স্বাস্থ্য সেবার বেহাল দশায় দেশটিতে প্রতিদিনই হাজারো মানুষের মৃত্যু হয়। 
বর্তমানে মৃত্যু ও সংক্রমণ কমে আসলেও ভয় দেখাচ্ছে ভাইরাসটির তৃতীয় ঢেউ।  জুলাই মাসে ভারতে করোনার তৃতীয় তরঙ্গ শুরু হলেও আগামী অক্টোবরে এটা সর্বোচ্চ পর্যায়ে উঠবে।  যা সবচেয়ে বেশি সংক্রমণ ছড়াবে শিশুদের মধ্যে। 
সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দেয়া এক প্রতিবেদনে এমন আশঙ্কার কথা জানায়, দেশটির জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর তত্বাবধানে গঠিত বিশেষজ্ঞ কমিটি।  
এতে বলা হয়, শিশুদের চিকিৎসার জন্য পর্যাপ্ত চিকিৎসক, সরঞ্জাম, স্বাস্থ্যকর্মী বা হাসপাতাল নেই ভারতে।  এমনকি করোনার টিকাদান কর্মসূচিতে নেই শিশুরা।  এ অবস্থায় দ্বিতীয় ঢেউ থেকে শিক্ষা নিয়ে, এখন থেকেই সতর্ক হওয়ার তাগিদ তাদের। 
একইসঙ্গে আগামী অক্টোবর মাসে ভারতজুড়েই শুরু হবে কালীপূজা, দুর্গাপূজাসহ নানা উৎসব।  এর আগেই বিভিন্ন রাজ্য জনজীবন স্বাভাবিক করতে তুলে নেয়া হচ্ছে বিধিনিষেধ।  আর তাই তৃতীয় ঢেউ মোকাবিলায় জোড়ালো পদক্ষেপের বিকল্প নেই বলে জানায় কমিটি। 
ভারতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন তিন কোটি ২৫ লাখ মানুষ। আর মারা গেছেন চার লাখ ৩৫ হাজার। 

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img