বিশ্বে করোনা সংক্রমণ আবারও ঊর্ধ্বমুখী, শনাক্ত ৫ লাখ ১১ হাজার

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে মারা গেছেন ৭ হাজার ৫৬৪ জন। এ সময় নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন ৫ লাখ ১১ হাজার ৪১১ জন। করোনা থেকে সুস্থ হয়েছেন ৫ লাখ ৭০ হাজার ৮২১ জন।

মঙ্গলবার (২৪ আগস্ট) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যান-ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে।

ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২১ কোটি ৩২ লাখ ৭৪ হাজার ৯৯৯ জনের। এর মধ্যে মারা গেছেন ৪৪ লাখ ৫৩ হাজার ৩৬ জন। আর সুস্থ হয়ে উঠেছেন ১৯ কোটি ৮ লাখ ১১ হাজার ১৯১ জন।

করোনা সংক্রমণ ও মৃত্যুতে এখনও বিশ্বে শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্তের সংখ্যা ৩ কোটি ৮৮ লাখ ১৪ হাজার ৫৯৬ জন। এর মধ্যে ৬ লাখ ৪৬ হাজার ৬৬৭ জন মারা গেছেন। এছাড়া সুস্থ হয়েছেন ৩ কোটি ৫ লাখ ৭০ হাজার ২২৯ জন।

সংক্রমণে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত শনাক্তের সংখ্যা ৩ কোটি ২৪ লাখ ৬০ হাজার ৩২৮ জন। এর মধ্যে মারা গেছেন ৪ লাখ ৩৫ হাজার ৫০ জন। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন ৩ কোটি ১৬ লাখ ৯০ হাজার ৫৮৬ জন।

সংক্রমণের তালিকায় তৃতীয় কিন্তু মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলে করোনা শনাক্তের সংখ্যা ২ কোটি ৫ লাখ ৮৩ হাজার ৯৯৪ জন। এর মধ্যে মারা গেছেন ৫ লাখ ৭৪ হাজার ৯৪৪ জন। আর সুস্থ হয়েছেন ১ কোটি ৯৪ লাখ ৭৯ হাজার ৯৪৭ জন।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত বছরের ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img