পাল্লেকেলের মন্থর উইকেটে টেস্টের চতুর্থ দিন হতাশায় কেটেছে বাংলাদেশি বোলারদের। উইকেটশূন্য দিন পার করেছিল তাসকিন-মিরাজ-তাইজুলরা। তবে শেষদিনে সে চিত্র পাল্টে গেছে। পঞ্চম দিনে রোববার (২৫ এপ্রিল) করুণারত্ন ২৩৪ আর ডি সিলাভা ১৫৪ রান নিয়ে দিনের খেলা শুরু করেন। ইঙ্গিত দেন আরও বড় কিছুর। কিন্তু তাতে বাধ সাধেন পেসার তাসকিন। ধনাঞ্জয়া ডি সিলভাকে ফিরিয়ে দিনের প্রথম সাফল্য এনে দেন তিনি।
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের শেষ দিনে আগুনঝরা বোলিং করছেন বাংলাদেশের পেসাররা। তাসকিন-এবাদতের বোলিং তোপে ১৮ রানের মধ্যেই তিন উইকেট হারিয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। এরপর রানআউটে কাটা পড়েছেন আরেক ব্যাটসম্যান নিরোশান।
তাসকিনের বলে বোল্ড হওয়ার আগে ধনাঞ্জয়া করেছেন ১৬৬ রান। পরের ওভারে এসে করুণারত্নকেও ফিরিয়েছেন তাসকিন। ২৪৪ রানে নাজমুল হোসেন শান্তকে ক্যাচ দিয়ে ফিরে গেছেন লঙ্কান অধিনায়ক। এরপর নিশাঙ্কা টিকতে পারেননি বেশিক্ষণ। ১২ রানেই তাকে ফিরিয়েছেন এবাদত।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ ৭ উইকেটে ৬১৫ রান। ৭৪ রানের লিড পেয়েছে লঙ্কানরা।
এর আগে নিজেদের প্রথম ইনিংসে বাংলাদেশ করেছিল ৭ উইকেটে ৫৪১ রান।
এন-কে