বিসিএস অ্যাডমিনিস্ট্রেশনের বিবৃতির ভাষা ঠিক হয়নি: মন্ত্রিপরিষদ সচিব

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছেন, বরিশালের ঘটনা নিয়ে বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশ বিবৃতিতে যে ভাষা ব্যবহার করেছিলেন, তা ঠিক হয়নি। রবিবার (২২ আগস্ট) রাতে সচিবদের সঙ্গে এক সভায় এ কথা বলেন তিনি। এসময় সচিবরাও বলেন বিবৃতির ভাষাগুলোও ভুল হয়েছে।

এর আগে সকালে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আয়েজিত মন্ত্রিসভার বৈঠক শেষে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, কেন্দ্রীয় প্রশাসন থেকে মাঠ প্রশাসনে নির্দেশনা পাঠিয়ে বলা হয়েছে যে স্ব স্ব এলাকায় নিজেদের পারস্পরিক যোগাযোগ বাড়াতে হবে। বসে আলোচনা করতে হবে। ভবিষ্যতে যেন এগুলো না ঘটে, তাই নিজেরা আগে বসে সমাধান করতে হবে। সবাই মাঠে কাজ করছে, কেন ঘটছে এগুলো বার বার তা আগে দেখতে হবে। কেন বার বার বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, কার কোথায় গলদ সেটাও খুঁজে বের করার নির্দেশ দেওয়া হয়েছে মাঠ প্রশাসনকে।

এসময় বৈঠকে টিকা নিয়েও আলোচনা হয়। তিনি প্রধানমন্ত্রীর উদ্বৃতি দিয়ে বলেন, চীন থেকে যে ছয় কোটি ভ্যাকসিন আসছে সেই ভ্যাকসিগুলো যেন শিল্প কারখানার শ্রমিকদের আলাদা একটি প্রোগ্রামের আওতায় এনে দেওয়া হয়। একই সঙ্গে প্রধানমন্ত্রী প্রথম ডোজ এবং দ্বিতীয় ডোজের দুইটি টিকার মাঝে ব্যবধান কমিয়ে আনার নির্দেশ দিয়েছেন।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img