বাকলিয়ায় বিভিন্ন শ্রমিক সংগঠনের নামে চাঁদাবাজি: আটক ৫

চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকা থেকে বিভিন্ন শ্রমিক সংগঠনের নামে চাঁদাবাজি করার দায়ে সংঘবদ্ধ চাঁদাবাজ চক্রের ৫ সক্রিয় সদস্যকে চাঁদাবাজির অর্থসহ আটক করেছে র‌্যাব-৭।

আজ রোববার (২২ আগস্ট ) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার।

আটককৃতরা হলেন- মো. ইকবাল (৫২), মো. গিয়াস উদ্দিন (৩০), মো. কায়ছার (৩১), মো. আবুল কাসেম (৩১) ও মো. উদয়ন মজুমদার (৩৫)।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার জানান, বাকলিয়া এলাকায় চিহ্নিত চাঁদাবাজ জোরপূর্বক ভয়-ভীতি প্রদর্শন করে অবৈধভাবে চাঁদা আদায় করছে- গোপন সূত্রে এমন সংবাদ পেয়ে শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে সেখানে অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাবের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে ৫ জনকে আটক করা হয়। র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা দীর্ঘদিন ধরে ওই এলাকায় চাঁদাবাজি করার কথা স্বীকার করেছেন।

তিনি আরও জানান, আটককৃতরা বিভিন্ন শ্রমিক সংগঠনের নাম ভাঙিয়ে দীর্ঘদিন যাবৎ বাকলিয়া এলাকাসহ আশেপাশের বিভিন্ন সড়কে অবৈধভাবে সিএনজি, টেম্পু, মালবাহী ট্রাকসহ অন্যান্য পরিবহন জোরপূর্বক গতিরোধ করে ও ভাসমান বিভিন্ন ক্ষুদ্র ব্যবসায়ী এবং বিভিন্ন সংস্থার স্থানীয় নেতাকর্মীদের নাম ভাঙিয়ে অবৈধভাবে চাঁদা আদায় করে আসছে।

আটককৃতদের দেহ তল্লাশি করে চাঁদা আদায়ের নগদ ১১ হাজার ২৩০ টাকা এবং ৩টি চাকু জব্দ করা হয়। আটকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নগরের বাকলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img