দেশে একদিনে করোনায় মৃত্যু ১২০, শনাক্ত ৩৯৯৯

একদিনের ব্যবধানে দেশে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা আরও কমল। গত একদিনে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন আরও ১২০ জন।

এদিকে মৃত্যু কমার পাশাপাশি গত একদিনে কমেছে শনাক্তের সংখ্যাও। উল্লেখিত সময়ে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৯৯৯ জন। গতকাল ছিল ৫ হাজার ৯৯৩ জন। তার আগের দিন এ সংখ্যা ছিল ৬ হাজার ৯৫৯ জন।

শনিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ২৩ হাজার ৮৮২টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হন ৩ হাজার ৯৯৯ জন, যাতে দৈনিক শনাক্তের হার ১৬.৭১ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ১৪ লাখ ৫৭ হাজার ১৯৪ জন। এ পর্যন্ত শনাক্তের মোট গড় হার ১৬.৯১ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত এক দিনে মারা গেছেন ১২০ জন। বিশ্লেষণে দেখা যায়, এক দিনের ব্যবধানে মৃত্যু বেশ কমেছে। এর আগে গতকাল দেড় মাস পর (৪৬ দিন) দেশে করোনাভাইরাসে মৃত্যু সংখ্যা দেড়শোর নিচে নামে। গতকাল ১৪৫ জনের মৃত্যু তথ্য জানানো হয়। গত ৪ জুলাই প্রথমবারের মতো দৈনিক মৃত্যু দেড়শো ছাড়ায়। সেদিন ১৫৩ জনের মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। তার আগেরদিন মৃত্যু ছিল ১৩৪ জনের।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত এক দিনে যারা মারা গেছেন তাদের পুরষ ৬৯ জন পুরুষ এবং ৫১ জন নারী। এ পর্যন্ত মোট মারা গেছেন ২৫ হাজার ১৪৩ জন।

অন্যদিকে করোনা থেকে গত এক দিনে সুস্থ হয়েছেন ৭ হাজার ৬৬৬ জন। মোট সুস্থ হয়েছেন ১৩ লাখ ৫৫ হাজার ৪২১ জন।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে। কয়েক মাস সংক্রমণ ও মৃত্যুর হার ঊর্ধ্বগতিতে থাকার পর অনেকটা নিয়ন্ত্রণে চলে আসে। চলতি বছরের শুরুতে করোনাভাইরাসের প্রকোপ অনেকটা নিয়ন্ত্রণে ছিল। তখন শনাক্তের হারও ৫ শতাংশের নিচে নেমেছিল। তবে গত মার্চ মাস থেকে মৃত্যু ও শনাক্ত আবার বাড়তে থাকে। জুলাই মাসজুড়ে পরিস্থিতি বেশি মারাত্মক পর্যায়ে থাকলেও গত কয়েক দিন ধরে পর্যায়ক্রমে কমছে মৃত্যু ও শনাক্তের সংখ্যা।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img