তালেবান সদস্যরা আফগানিস্তানে অবস্থানরত মার্কিন নাগরিকদের পিটিয়েছে বলে অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন।
শুক্রবার (২০ আগস্ট) এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য প্রকাশ করেন। এ সময় সেখানে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন আইনপ্রণেতাও উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লয়েড অস্টিন বলেন, কাবুল দখলের পর যেসব মার্কিন নাগরিক আফগানিস্তান ছাড়ার চেষ্টা করেছে তাদেরকেই তালেবান সদস্যরা পিটিয়েছে।
এ সময় অস্টিন আরও বলেন, তালেবানের এমন ব্যবহার অগ্রহণযোগ্য। এই কাজ কোনোভাবেই সমর্থন করা যায় না। তবে কীভাবে মার্কিন নাগরিকদের নিরাপদে কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন সেনারা নিয়ে গেছে তিনি সে সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রীর আশা, আগামী ৩১ আগস্টের মধ্যেই আফগানিস্তান থেকে সব মার্কিন নাগরিক ও সেনা সদস্যদের তারা দেশে ফিরিয়ে আনতে পারবেন। তবে এই সময়ের ভেতরে সবাইকে ফেরত নেওয়া সম্ভব হবে কিনা তার নিশ্চয়তা দিতে পারেননি অস্টিন।
শুক্রবারের ব্রিফিং অনুষ্ঠানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এবং সামরিক বাহিনীর জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্ক মিলি উপস্থিত ছিলেন।
এদিকে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, কাবুলের পতনের পর মার্কিন নাগরিকদের রাতভর পিটিয়েছে তালেবান সদস্যরা। আমেরিকাপ্রবাসী আফগান নারী সাংবাদিক সাশা ইংবার তার টুইটার অ্যাকাউন্টেও একই কথা বলেছেন।
সূত্র: নিউইয়র্ক পোস্ট