চীনের উপহারের ৫ লাখ করোনা ভাইরাসের টিকা বাংলাদেশ নিবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল বাসার মোহাম্মদ খোরশিদ আলম।
রবিবার (২৫ এপ্রিল) সকালে এ তথ্য জানা যায়।
এছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক গণমাধ্যমকে আরও জানান, প্রয়োগের বিষয়ে সিদ্ধান্ত নিবে জাতীয় কমিটি। তবে দেশে সেরামের টিকার সংকটের আশঙ্কা থাকলেও প্রথম ডোজ প্রয়োগ এখনই বন্ধ হচ্ছে না।
গত ২২ এপ্রিল পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, টিকা নিয়ে চীনের সঙ্গেও আলোচনা চলছে। চীন আমাদের ৫ লাখ টিকা উপহার দেবে। বাংলাদেশে চীনা শিক্ষার্থী ও চীনের সঙ্গে যারা ব্যবসা করেন, তারা অনেকেই চীনা টিকা নিতে আগ্রহী।
এর আগে রূপপুর পাওয়ার প্ল্যান্টে কর্মরত রাশিয়ানরা রাশিয়ার টিকা নিয়েছেন বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।
এর আগে গত ২০ এপ্রিল বাংলাদেশকে ৫ লাখ ডোজ করোনার টিকা উপহার দিতে আগ্রহ প্রকাশ করে স্বাস্থ্যমন্ত্রীকে চিঠি লিখে চীনা দূতাবাস।
নিউইয়র্ক টাইমসের করোনা ভাইরাস ভ্যাকসিন ট্রাকারের তথ্য অনুযায়ী, গত ৩০ ডিসেম্বর সিনোফার্ম ঘোষণা দিয়েছিল এ ভ্যাকসিনের কার্যকারিতার হার ৭৯ দশমিক ৩৪ শতাংশ। যার ফলশ্রুতিতে এটিকে অনুমোদন দেয় চীন সরকার। তবে বিশ্বস্বাস্থ্য সংস্থার অনুমোদন না থাকায় চীনের টিকা নিয়ে বিশেষজ্ঞ মহলে রয়েছে দ্বিমত।