চট্টগ্রাম মেডিকেল কলেজে নিষিদ্ধ করা হলো ছাত্র রাজনীতি।শিক্ষার সুষ্ঠ ও সুশৃংখল পরিবেশ বজায় রাখার লক্ষ্যে এ নিষেধাজ্ঞা জারি করে একাডেমিক কাউন্সিল।
১৪ আগস্ট, শনিবার চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক সাহেনা আক্তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
এতে বলা হয়, ‘চট্টগ্রাম মেডিকেল কলেজে অত্যন্ত সুনামের সাথে শিক্ষার সুষ্ঠ পরিবেশ বজায় রেখে একাডেমিক কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। গত ৩ মার্চ ২০২১ সালের একাডেমিক কাউন্সিল সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষার সুষ্ঠ ও সুশৃংখল পরিবেশ বজায় রাখার লক্ষ্যে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজ ও সংশ্লিষ্ট এলাকায় রাজনৈতিক কর্মকাণ্ডসহ সভা-সমাবেশ, মিছিল, শ্লোগান ইত্যাদি সম্পূর্ণরূপে
নিষিদ্ধ করা হয়েছে।’
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘এমতাবস্থায় প্রফেশনাল পরীক্ষায় অংশগ্রহনের উদ্দ্যেশ্যে কলেজ ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থীদেরকে জাতীয় দিবস বা অন্য কোন রাজনৈতিক কর্মসূচীতে চট্টগ্রাম মেডিকেল কলেজ ও সংশ্লিষ্ট এলাকায় সভা-সমাবেশ, মিছিল, শ্লোগান ইত্যাদি কার্যক্রম থেকে বিরত থাকার জন্য পুনরায় নির্দেশ দেয়া হলো।’
এরআগে চলতি বছরের শুরুতেই চমেক ছাত্রলীগের বিবাদমান দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। বহিরাগতদের হামলার অভিযোগ তুলে ইন্টার্ন চিকিৎসকরা বেশ কয়েকদিন চিকিৎসা সেবা দেওয়া বন্ধও রেখেছিলেন। কর্তৃপক্ষের হস্তক্ষেপে কর্ম বিরতি প্রত্যাহার করলেও সেই থেকে ক্যাম্পাসে কোন কর্মসূচি নেই কোনও পক্ষেরই।