নগরীতে চোরাইকৃত ছয় সিএনজি সহ ছয় চোরাকে আটক করেছে গোয়েন্দা পুলিশ

মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের অভিযানে চোরাইকৃত ছয় সিএনজি চালিত অটোরিক্সা সহ চোরচক্রের ছয় চোরাকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ।

বুধবার (১১ আগষ্ট) দুপুর সাড়ে ১২টায় নগরীর মনছুরাবাদস্থ গোয়েন্দা উত্তর বিভাগের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সালাম কবির সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

আটককৃত ব্যক্তিরা হলেন, মোঃ রায়হান (৩০), মোঃ হানিফ (৩০), মোঃ আবু তাহের (৩৫), মোঃ মনির হোসেন (৪৮), মোঃ রুবেল মিয়া (২৭) ও মোঃ নিজাম উদ্দিন প্রঃ মিজান(৩৯)। এসময় তাদের হেফাজতে থাকা চোরাইকৃত ছয়টি সিএনজি চালিত অটোরিকশা উদ্ধার করে গোয়েন্দা পুলিশ।

সংবাদ সম্মেলনে জানা যায়, চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) মোহাম্মদ সালাম কবির এর সার্বিক দিক নির্দেশনা, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) মোঃ আরাফাতুল ইসলাম ও সহকারী পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) মোঃ আরিফ হোসেনের তত্ত্বাবধানে, পুলিশ পরিদর্শক মোঃ মোক্তার হোসেনের নেতৃত্বে, বিশেষ টিম-০১ গোপন সংবাদের ভিত্তিতে সিএমপি’র চান্দগাঁও থানাসহ মহানগর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে সিএনজি চালিত অটোরিক্সা চোরচক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেন। এসময় তাদের হেফাজত হতে চোরাইকৃত ছয়টি সিএনজি চালিত অটোরিক্সা উদ্ধার করা হয়। চোরাইকৃত গাড়ির মূল্য অনুমান ৩৩ লক্ষ টাকা। এসব সিএনজি চালিত অটোরিকশা চুরি করার পর ভুয়া নাম্বার প্লেইট কাগজপত্র তৈরি করে নগরে চলাচল বেচা বিক্রি করে। এসবের সাথে আর যারা জড়িত তাদেরও আইনের আওতায় আনা হবে বলেও জানা যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তিরা পরস্পরের যোগসাজশে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন জায়গা হতে সিএনজি অটোরিক্সা চুরি করে গাড়ির ইঞ্জিন চেসিস নাম্বার ও রং পরিবর্তনসহ জাল কাগজপত্র তৈরী করতঃ সাধারন মানুষের নিকট বিক্রয় করে আসছে। ধৃত ব্যক্তিদের বিরুদ্ধে সিএমপি’র চান্দগাঁও থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানান উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সালাম কবির।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img