চট্টগ্রামে একদিনে করোনায় আক্রান্ত ১৭১ জন, মৃত্যু ১১

চট্টগ্রামে গত একদিনে (গত ২৪ ঘন্টায়) ১৩৩০ জনের করোনার নমুনা পরীক্ষায় ১৭১ জনের পজিটিভ (নতুন) এসেছে। এর মধ্যে মহানগরের ১৪১ জন এবং বিভিন্ন উপজেলার ৩০ জন।

চট্টগ্রামে ৭ টি করোনা পরীক্ষার ল্যাব এবং কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে করোনার নমুনা পরীক্ষা শেষে রবিবার (২৫ এপ্রিল) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি চট্টগ্রাম নিউজকে এ তথ্য জানান।

চট্টগ্রাম বিআইটিআইডিতে টি ৩১৭ টি নমুনা পরীক্ষা করা হয়। তৎমধ্যে ৪৩ টি পজিটিভ। নতুন আক্রান্তদের মধ্যে মহানগরীতে ৩৩ জন। বিভিন্ন উপজেলায় ১০ টি।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিবেদনে ৪৬৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। তৎমধ্যে ৩৫ জনের পজিটিভ শনাক্ত হয়। মহানগরের ২৭ জন, উপজেলায় ০৮ জন।

ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৫৭ নমুনা পরীক্ষায় ২৪ জনের পজিটিভ রিপোর্ট পাওয়া যায়। মহানগরে ২২ জন, ভিবিন্ন উপজেলার ০২ জন।

শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৩১২ নমুনা পরীক্ষায় ৩৫ জন পজিটিভ, নগরে ২৭ জন, উপজেলায় ০৮ জন।

আর টি আর এল চট্টগ্রাম ল্যাবে ৬২ টি নমুনা পরীক্ষায় ৩২ জন পজিটিভ। মহানগরে ৩০ জন, উপজেলায় ০২ জন।

মেডিকেল সেন্টার হাসপাতাল চট্টগ্রাম ল্যাবে ১৪ টি নমুনা পরীক্ষায় ০২ জন পজিটিভ। মহানগরে ০২ জন, উপজেলায় ০ জন।

এ ছাড়া উপজেলায় সাতকানিয়া ০৩ জন, আনোয়ারা ০১ জন, চন্দনাইশ ০৬ জন, পটিয়া ০১ জন, বোয়ালখালী ০১ জন, রাউজান ০৬ জন, ফটিকছড়ি ০২ জন, হাটহাজারী ০১ জন, সীতাকুন্ডে ০৫ জন, মিরসরাই ০৪ জন।

এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছালো ৪৮ হাজার ৮৮৭ জনে। এর মধ্যে মহানগরীতে ৩৯ হাজার ২৪১ জন, উপজেলায় ৯ হাজার ৬৪৬ জন।

এ নিয়ে চট্টগ্রামে নতুন মৃতের সংখ্যা ১১ জন, মোট ৪৯৭ জন। মহানগরীতে ৩৭০ জন, বিভিন্ন উপজেলায় ১২৭ জন।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img