চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে ১০ জন মারা গেছেন। একই সময়ে নতুন করে ৮৭৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
সোমবার রাতে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনা-সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সরকারি হিসাব অনুসারে, চট্টগ্রামে এখন পর্যন্ত ৯১ হাজার ৯০৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। করোনায় চট্টগ্রামে মারা গেছেন মোট ১০৮২ জন।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৯৯৭ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়।
গত ২৪ ঘণ্টায় শনাক্ত ব্যক্তিদের মধ্যে নগরের ৬২৬ জন। নগরের বাইরের বিভিন্ন উপজেলার ২৪৩ জন। ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচজন শহরের,বাকি পাঁচজন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
আগের দিন চট্টগ্রামে ৩ হাজার ৫৭ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ৯৩৩ জনের করোনা শনাক্ত হয়। সেদিন চট্টগ্রামে করোনায় ১৩ ব্যক্তির মৃত্যু হয়।
চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।