পিএসজিতেই ঠিকানা হচ্ছে মেসির

ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি) যাচ্ছেন আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসি। দুই পক্ষের মাঝে সমঝোতাও প্রায় চূড়ান্ত। টুইট করে বিষয়টি নিশ্চিত করেছেন কাতারের যুবরাজ খলিফা বিন হামাদ আল থানি। খুব শিগগিরই ঘোষণা আসবে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।

এরই মধ্যে মেসিকে স্বাগত জানাতে আগামী ১০ আগস্ট আইফেল টাওয়ার বুকিং দিয়ে রেখেছে পিএসজি। যেখানে লাল-নীল আলোকসজ্জ্বার মাধ্যকে মেসিকে ফ্রান্সে স্বাগত জানানো হবে।

বর্তমানে ক্লাবহীন লিওনেল মেসি। আর্জেন্টাইন সুপার স্টারের ব্যয়ভার আর বহন করতে পারছে না প্রিয় ক্লাব বার্সেলোনা। ক্লাবের পক্ষে থেকে মেসিকে ছেড়ে দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা আসার পর তাকে পেতে বেশ কয়েকটি নামই উঠে আসে জোরেশোরে। তবে সেই ক্লাবগুলো এরই মধ্যে অনেক ফুটবলারকে দলে ভিড়িয়ে নতুন খেলোয়াড় কেনা বাবদ ব্যয় শেষ করে ফেলেছে।

পিএসজি, ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেডের নাম ছিল সবার আগে। ইংলিশ দুই ক্লাব এরই মধ্যে অনেকটাই সম্পন্ন করে ফেলেছে তাদের দলবদল। একমাত্র বাকি পিএসজি। আর তারাও বেশ কয়েক বছর ধরে লিওনেল মেসিকে দলে পেতে আগ্রহী ছিল।
সেই সুযোগটা এবার আর হাতছাড়া করতে চান না তারা। ফরাসি ক্লাবটির সাথে এরই মধ্যে আলোচনা করেছেন মেসি। পেশাদার ফুটবলে আবেগের জায়গা কম। তাই কষ্ট চেপে বার্সেলোনা ছেড়ে ফ্রান্সে পাড়ি জমাতে যাচ্ছেন লিও।
বিষয়টি আরও পরিস্কার হয় কাতারের যুবরাজ যখন টুইট করেন। তিনি তার টুইটবার্তায় দাবি করেন, মেসির সাথে সম্পন্ন হয়েছে আলোচনা। বেতন কাঠামো থেকে শুরু করে কত দিনের চুক্তি হবে উঠে এসেছে সে বিষয়গুলোও। তবে আনুষ্ঠানিক বক্তব্যের জন্য আরও কিছু সময় অপেক্ষা করতে হবে। জানা গেছে, তিন বছরের জন্য ক্লাবটির সাথে চুক্তিবদ্ধ হবেন তিনি। যেখানে তার বার্ষিক বেতন হবে প্রায় ৪০ মিলিয়ন ইউরো। যা পিএসিজর বড় তারকা নেইমারের মূল্য থেকেও ৫ মিলিয়ন বেশি।
ইউরোপিয়ান গণমাধ্যমগুলো বলছে, বিশ্বসেরা ফুটবলারকে স্বাগত জানাতে এরই মধ্যে সব প্রস্তুতি নিয়ে ফেলেছে ফ্রান্স। প্যারিসের সবচেয়ে বড় আইফেল টাওয়ারও বুকিং দিয়ে রেখেছে পিএসজি কর্তৃপক্ষ। সেখানে এলইডির আলোকসজ্জ্বার মাধ্যমে অভিবাদন জানানো হবে এল-এম-টেনকে
- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img