একটি গাছের ডালে থরে থরে সাজানো রয়েছে মাস্ক। এর নাম দেওয়া হয়েছে ‘মাস্ক গাছ’ বা ‘মাস্ক ট্রি’। কেউ ইচ্ছে করলেই এ গাছ থেকে পছন্দসই রঙের মাস্ক নিতে পারবেন। জনসাধারণকে মাস্ক পরতে উদ্বুদ্ধ করতে এ উদ্যোগ নিয়েছে চট্টগ্রামের ডবলমুরিং থানা।
‘বিট পুলিশিং ডে’ উপলক্ষে শনিবার (৭ আগস্ট) সকালে ব্যতিক্রমী এ উদ্যোগের উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (পশ্চিম) মো. আব্দুল ওয়ারীশ। এ সময় উপস্থিত ছিলেন ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন, পরিদর্শক (তদন্ত) মাসুদ রানা প্রমুখ।
‘মাস্ক ট্রি’ উদ্বোধনকালে মো. আব্দুল ওয়ারীশ বলেন, মানুষের মধ্যে যাতে মাস্ক পরার অভ্যাস গড়ে ওঠে, সেজন্যই আমরা এ উদ্যোগ নিয়েছি। এ উদ্যোগের অংশ হিসেবে মোট এক লাখ মাস্ক বিনামূল্যে বিতরণ করা হবে।
ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, ‘বিট পুলিশিং ডে’ উপলক্ষে মানুষের মাঝে মাস্ক পরার সচেতনতা তৈরির জন্য এ ‘মাস্ক ট্রি’র ব্যবস্থা করা হয়েছে। ডবলমুরিং থানার ছয়টি বিটের মোট ১০টি স্পটে গাছ লাগানো হয়েছে। প্রাথমিক পর্যায়ে প্রতিটি গাছে এক হাজার করে মোট ১০ হাজার মাস্ক থাকবে। এর মধ্যে কাপড় ও সার্জিক্যাল- দু ধরনের মাস্কই থাকবে। পর্যায়ক্রমে এক লাখ মাস্ক বিতরণ করা হবে।
আগ্রাবাদ বাদামতলী মোড়, ব্যাপারি পাড়া, মুহুরি পাড়া, পাঠানটুলী, মনছুরাবাদ, পোস্তার পাড়, ঝর্ণা পাড়া, পানওয়ালা পাড়া, মিস্ত্রি পাড়া- এ দশটি স্পটে ‘মাস্ক ট্রি’ রয়েছে। পথচারীরা প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে এখান থেকে মাস্ক নিতে পারবেন।