নওগাঁয় কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিলো যুবলীগ

নওগাঁয় শুরু হয়েছে বোরো ধান কাটা। কিন্তু লকডাউনের কারণে কিছুটা শ্রমিক সংকটে পড়েছে কৃষকরা। পাকা ধান নিয়ে দুচিন্তায় পড়েছে। আর এই দুচিন্তা দূর করতে নওগাঁ এক কৃষকের পাকা ধান কেটে দিলো জেলা যুবলীগের নেতাকর্মীরা।

শনিবার (২৪ এপ্রিল) সকাল ১০টায় সদর উপজেলার শিমুলিয়া এলকায় নজরুল ইসলাম নামে ওই কৃষকের ১ বিঘা জমির পাকা ধান কেটে বাড়ির পৌঁছে দিয়ে দেয় যুবলীগের ২০ থেকে ২৫ জন নেতাকর্মী।

এসময় কৃষক নজরুল ইসলাম বলেন, করোনাভাইরাস ও লকডাউনের কারণে ধান কাটা শ্রমিক সংকট। ফলে বেশি দাম দিয়ে ধান কেটে নিতে হচ্ছে। ফলে মাঠের পাকা ধান কেটে ঘরে তুলতে পারছিলাম না। খবর পেয়ে যুবলীগের নেতাকর্মীরা আমার ধান কেটে ঘরে তুলে দিয়েছে এতে আমি খুশি হয়েছি।

জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিমান কুমার রায় বলেন, লকডাউনের কারণে জেলায় কিছুটা শ্রমিক সংকট দেখা দিয়েছে। শ্রমিক না পাওয়ায় তার জমির ধান কাটতে পারছিলেন না। আমরা খবর পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তার জমির ধান কেটে দিয়েছি। আগামীতেও কৃষকের পাশে থেকে তাদের জমির ধান কেটে ঘরে তুলে দেয়ার আশা প্রকাশ করেন তিনি।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img