করোনাকালীন সময়ে হত দরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার তুলে দিলেন রাঙ্গামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।
শনিবার(২৪ এপ্রিল) রাঙ্গামাটির কুতুকছড়ি উপজেলায় হত দরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে নগদ পাঁচশত টাকা বিতরণ করা হয়েছে।
প্রধানমন্ত্রীর উপহার হিসেবে কুতুবছড়ি ইউনিয়নের ৫০০ জনকে ৫শত টাকা করে মোট টাকা ২লক্ষ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়।
এসময় রাঙ্গামাটির অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মামুন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুজ্জামান মহসিন রোমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা উপমাসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।