চট্টগ্রামে স্বাস্থ্যবিধি না মানায় ১৪ জনকে জরিমানা

স্বাস্থ্যবিধি না মানায় ১৪ পথচারীকে ২ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৪ আগস্ট) নগরীর লাভলেইন, নূর আহমদ রোড, জাকির হোসেন রোড, নাসিরাবাদ গার্লস স্কুল রোড, পলিটেকনিক রোড, ষোলশহর, নাসিরাবাদ হাউজিং, সুগন্ধা আবাসিক, লালখান বাজার, ওয়াসা মোড়, দামপাড়া, জিইসি, চট্টেশ্বরী রোড, প্রবর্তক মোড়, গোলপাাহাড়, বেটারিগলি, সার্সন রোড, এলাকায় এই অভিযান চালানো হয়।

একইসাথে চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধে লাভলেইন ও সিডিএ এভিনিউ দামপাড়ায় ভবনের নিচে পানি জমানোয় দুই ভবন মালিককে ১০ হাজার করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস। এ সময় মাস্কবিহীন লোকজনের মাঝে মাস্ক বিতরণ এবং স্বাস্থ্যবিধি মানতে লোকজনকে সচেতন করা হয়।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img