বাকলিয়া ১৭নং ওয়ার্ড কর্তৃক টিকা প্রয়োগের নিবন্ধন কার্যক্রম ৫ আগষ্ট শুরু

করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ ক্ষমতায় আগামী ৭ আগস্ট থেকে পরবর্তী ছয় দিনে নগরীর ৪১টি ওয়ার্ডে প্রতিদিন প্রতিটি ওয়ার্ডে কমপক্ষে ৬শ ডোজ করে টিকা প্রয়োগের ক্ষেত্রে নিবন্ধন কার্যক্রম পশ্চিম বাকলিয়া ১৭নং ওয়ার্ডে শুরু করতে যাচ্ছে। এতে কাউন্সিলর কার্যালয় ডিসি রোড, আরবান হেলথ কেয়ার সেন্টার সৈয়দ শাহ রোড এবং মৌসুমি আবাসিক এলাকার সম্মুখে ক্রিস্টাল ভিউ স্কুল সহ মোট তিনটি কেন্দ্রে আগামীকাল ৫ আগষ্ট সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত নিবন্ধন কার্যক্রম অব্যাহত থাকবে।

বুধবার (৪ আগষ্ট) বিষয়টি নিশ্চিত করেন ১৭নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ শহিদুল আলম শহিদ।

এবিষয়ে তিনি বলেন, করোনা ভাইরাসের বর্তমান পরিস্থিতিতে, সংক্রমণ প্রতিরোধে জনগণের সুরক্ষা নিশ্চিতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী মর্ডানা (কোভিড-১৯) ভ্যাক্সিনেশন গ্রহণ ও প্রয়োগ সম্পর্কিত অবহিতকরণে ঘোষণা করেন যে, নগরীর ৪১টি ওয়ার্ডে প্রতিদিন প্রতিটি ওয়ার্ডে কমপক্ষে ৬শ ডোজ করে টিকা প্রয়োগ করা হবে। তারই ধারাবাহিকতায় আগামী ৭ আগষ্ট আমার ১৭নং ওয়ার্ডে সাধারণ জনগণের যেন কষ্ট না হয় সে দিক বিবেচনা করে তিনটি কেন্দ্রে টিকা প্রয়োগ কার্যক্রম শুরু হবে। এ উপলক্ষে আগামীকাল ৫ আগষ্ট থেকে টিকা প্রয়োগ কার্যক্রমের রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু করতে যাচ্ছি।

তিনি আরও জানান, এ উপলক্ষে জনগণের সুবিধার্থে আমরা ব্লক অনুয়ায়ী তিনটি কেন্দ্রে নিবন্ধন কার্যক্রম ভাগ করে দিয়েছি। তার মধ্যে ব্লক-৫, ৬ এবং ৭ এর
আংশিক কাউন্সিলর কার্যালয় ডিসি রোড, ব্লক- ৮, ৯, ১০ ও ৭ এর আংশিক মৌসুমি আবাসিক এলাকার সম্মুখে ক্রিস্টাল ভিউ স্কুল এবং ব্লক ৪ আরবান হেলথ কেয়ার সেন্টার সৈয়দ শাহ রোডে নিবন্ধন কার্যক্রম অনুষ্ঠিত হবে।

এসময় সকল টিকা নিবন্ধনকারীদের জাতীয় পরিচয়পত্র এবং যাদের জাতীয় পরিচয়পত্র এখনো হয়নি তাদের ক্ষেত্রে অনলাইন জন্মনিবন্ধন সনদ সঙ্গে আনার জন্য অনুরোধ জানান।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img