বঙ্গোপসাগরে ট্রলারের ইঞ্জিন বিকল, ৪০ জেলে উদ্ধার

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ইঞ্জিন বিকল হয়ে আটকে পড়া ট্রলারের ৪০ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। একইসঙ্গে ট্রলার দুটিও উদ্ধার করা হয়েছে।

কোস্টগার্ড জানায়, বুধবার (৪ আগস্ট) ভোরে তাদের পাঠানো উদ্ধারকারী ট্রলার ওই দুই ট্রলারকে নিয়ে সকাল ৬টায় সেন্টমার্টিন পৌঁছেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ডের টেকনাফ স্টেশন কমান্ডার এম নাইমুল হক।

তিনি জানান, মঙ্গলবার একটি মাছ ধরার ট্রলার ৪০ আরোহী নিয়ে সাগরে যায়। গভীর রাতে জোয়ার এলে মিয়ানমার সীমান্ত ঘেঁষা নাইক্ষ্যং দ্বীপ এলাকার মাঝামাঝিতে একটি চরে আটকা পড়ে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী জানান, একটি ট্রলার ৪০ জেলে নিয়ে সাগরে যায়। সেখানে চরে আটকা পড়ে এর ইঞ্জিনও বিকল হয়ে যায়।

খবর পেয়ে মঙ্গলবার রাতে মাছ ধরার আরেকটি ট্রলার স্থানীয় জেলেদের নিয়ে সেটিকে উদ্ধার করতে যায়। জোয়ারে ওই ট্রলারও আটকা পড়ে। এরপর কোস্টগার্ডের উদ্ধারকারী দল গিয়ে ওই দুই ট্রলার নিয়ে আসে সেন্টমার্টিনে

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img