পটিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মামলা ও জরিমানা

চট্টগ্রামের পটিয়ায় সর্বাত্মক লকডাউন অমান্য করায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সমন্বয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদের নেতৃত্বে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে মামলা ও জরিমানা আদায় করা হয়েছে। সতর্ক করা হয়েছে শতাধিক মানুষকে।

মঙ্গলবার (৩ আগস্ট ) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার ভাটিখাইন, ছনহরা, চাটরা ও মুরালীঘাট বাজারে অভিযান পরিচালনা করা হয়। স্বাস্থ্যবিধি লঙ্ঘন, সরকারি বিধিনিষেধ অমান্য করায় ৫টি মামলায় ৪৫০ টাকা জরিমানা আদায় করা হয়।

ইউএনও ফয়সাল আহমেদ বলেন, লকডাউন বাস্তবায়ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন- ২০১৮ এর আওতায় ৫টি মামলা দায়ের করে ৪৫০ টাকা জরিমানা আদায় করা হয়।

এ সময় স্বাস্থ্যবিধি প্রতিপালনে সংশ্লিষ্টদের সতর্ক করে দেওয়া হয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী আমাদের এ অভিযান চলমান থাকবে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img