চট্টগ্রামে জেলা প্রশাসনের অভিযানে ১৫৪ মামলায় ৭৩,৭৫০ টাকা অর্থদণ্ড

চট্টগ্রাম নগরে লকডাউনের বিধিনিষেধ অমান্য করায় ১৫৪ টি মামলা ও ৭৩ হাজার ৭৫০ টাকা জরিমানা আদায় করেছে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটেরা।

সোমবার (০২ আগষ্ট) জেলা প্রশাসনের ১৮ জন, বিআরটিএ’র ২ জন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১ জনসহ ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নগরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে এসব মামলা ও জরিমানা আদায় করেন।

এ সময় সাধারণ মানুষকে স্বাস্থ্যবিধি প্রতিপালনে সচেতন করা হয়।

চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটে আতিকুর রহমান বলেন, বিধি নিষেধ মানাতে নিয়মিত অভিযান পরিচালিত করা হচ্ছে।

নগরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ১৫৪ টি মামলা ও ৭৩ হাজার ৭৫০ টাকা জরিমানা করা হয়েছে। সরকারের নির্দেশনা অনুযায়ী জেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img