সিআরবিতে অনুমোদনহীন গভীর নলকূপ স্থাপনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা

সিআরবিতে ওয়াসার অনুমোদনবিহীন নলকূপ স্থাপন বন্ধ করতে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচলককে অভিযোগ দিয়েছে নাগরিক সমাজ চট্টগ্রাম।

আজ (১ আগষ্ট) রোববার নাগরিক সমাজ, চট্টগ্রাম কমিটির ভাইস চেয়ারম্যান মফিজুর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম বাবু, নাগরিক সমাজ কমটির নির্বাহী সদস্য আলীউর রহমান, আমিন মুন্না, রাহুল দত্ত, তাপস পাপ্পু এই সময় উপস্থিত ছিলেন।

অভিযোগ গ্রহন করে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহ বলেন, চট্টগ্রাম মহানগরীতে অনুমোদনবিহীন দুই ইঞ্চির বড় পাইপ দিয়ে নলকূপ স্থাপন করতে ওয়াসার অনুমোদন নিতে হবে। কিন্তু সিআরবিতে গভীর নলকূপ স্থাপনের জন্য কেউ অনুমোদন নেন নাই।

সরকারি প্রতিষ্ঠানে হোক বেসরকারি প্রতিষ্ঠানে কেউ অনুমোদন বিহীন গভীর নলকূপ স্থাপন করলে তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ওয়াসার পক্ষ থেকে আমরা কালকেই যথাযথ কতৃপক্ষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে নোটিশ প্রদান করব।

এই সময় নাগরিক সমাজ চট্টগ্রামের ভাইস চেয়ারম্যান মফিজুর রহমান ওয়াসার ব্যবস্থাপনা পরিচালককে বলেন, যথাযথ উদ্যোগের অভাবে পৃথিবীর অন্যতম নান্দনিক শহর চট্টগ্রামের সবুজ স্থান বিলুপ্ত হয়ে গেছে।সিআরবিকে চট্টগ্রামবাসী হৃদয়ে ধারন করেন। যে কোন উপায়ে সিআরবিতে হাসপাতাল নির্মান বন্ধ করতে হবে।

ওয়াসার পক্ষ থেকে সিআরবি রক্ষায় যথাযথ সাহায্য করার প্রতিশ্রুতি দেন ব্যবস্থাপনা পরিচালক।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img