গণপরিবহন চলবে রোববার পর্যন্ত

সারাদেশে কঠোর লকডাউনের মধ্যেই শ্রমিকদের গ্রামাঞ্চল থেকে কারখানায় ফেরাতে দূরপাল্লার বাস চলাচলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ শনিবার (৩১ আগস্ট) রাত থেকে আগামীকাল রোববার (১ আগস্ট) দুপুর ১২টা পর্যন্ত গণপরিবহন চলবে বলে গণমাধ্যমকে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

মন্ত্রী বলেন, শ্রমিকদের যাত্রাপথে ভোগান্তি দূর করতে গণপরিবহন চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীকাল রোববার দুপুর ১২টা পর্যন্ত দূরপাল্লার বাস চলবে। পরিস্থিতি বিবেচনায় এ সময় আরও বাড়ানো হতে পারে।

অন্যদিকে তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ’র সভাপতি ফারুক হাসান বলেন, শ্রমিকদের কলকারখানায় ফেরানোর সুবিধার্থে রোববার (১ আগস্ট) দুপুর ১২টা পর্যন্ত গণপরিবহন বন্ধের সিদ্ধান্ত শিথিল করেছে সরকার।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) জানায়, রোববার দুপুর ১২টা পর্যন্ত দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সব জেলায় এবং শিমুলিয়া-বাংলাবাজার, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল করবে।

প্রসঙ্গত, করোনার সংক্রমণ কমাতে আগামী ৫ আগস্ট পর্যন্ত কঠোর বিধিনিষেধ চলমান রয়েছে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img