খুলশীতে অতিবর্ষণে পাহাড় ধস, অবরুদ্ধ তিনজনকে উদ্ধার

চট্টগ্রাম মহানগরের খুলশী থানার বায়তুল আমান আবাসিক এলাকায় পাহাড়ধসের ঘটনা ঘটেছে। এতে পাহাড়ের নিচে থাকা দুইটি ঘর বিধ্বস্ত হয়। এই ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ফায়ার সার্ভিস ও পুলিশের সহায়তায় ঘটনাস্থলে অবরুদ্ধ থাকা এক নারী ও দুই পুরুষকে উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জুলাই) বিকেল সাড়ে চারটার দিকে ওই এলাকার ২ নম্বর সড়কের শেষভাগে পাহাড়ধসের এ ঘটনা ঘটে।

পাহাড় ধসে পড়ার সত্যতা নিশ্চিত করে চট্টগ্রামের জেলা প্রশাসক মোমিনুর রহমান জানান, একটি পাহাড়ের কিছু অংশ ধসে পড়ার খবর পেয়ে প্রশাসন এবং ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গেছেন। তারা সেখানেই অবস্থান করছেন। পাহাড় ধসে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পাহাড় ধসে জান-মালের ক্ষয়ক্ষতি রোধ করতে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাসকারীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, টানা বৃষ্টিপাতে মাটি ক্ষয়ে উঁচু পাহাড়ের বড় একটি অংশ ধসে পড়েছে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও চলাচলের রাস্তা বন্ধ হয়ে গেছে। এখানে আরও পাহাড় ধসের আশঙ্কা রয়েছে বলে ফায়ার সার্ভিস আশঙ্কা প্রকাশ করেছে।

প্রাণহানি বা ক্ষয়ক্ষতি রোধে পাহাড়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাসকারীদের অবিলম্বে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার জন্য মাইকিং করা হচ্ছে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img