কঠোর লকডাউন চলবে ৫ আগস্ট মধ্যরাত পর্যন্ত। এই সময়ে ‘অতি জরুরি’ প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হওয়া মানা। বিধিনিষেধ বাস্তবায়নে আগেরবারের মতোই আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মাঠে রয়েছে সেনাবাহিনী।
লকডাউনে সরকারি নির্দেশনা অমান্য করে বাইরে বের হওয়ায় রাজধানীতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ৫৬৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)। বৃহস্পতিবার (২৯ জুলাই) সন্ধ্যায় ডিএমপির এক বার্তায় এ তথ্য জানায়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের এক বার্তায় বলা হয়, বিধিনিষেধের নিয়ম অমান্য করায় বৃহস্পতিবার রাজধানী থেকে ৫৬৮ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপির বিভিন্ন থানা। এছাড়া রাজধানীর বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২০৬ জনকে ৩, ৪০১০০ টাকা জরিমানা করা হয়েছে।
অন্যদিকে বিধিনিষেধ অমান্য করায় ডিএমপির ট্রাফিক বিভাগের পক্ষ থেকে ৪৩১ টি গাড়িকে ৯৯৭৫০০টাকা জরিমানা করা হয়েছে।