উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধ্বসে নিহত ৬

কক্সবাজারের উখিয়ায় টানা ভারী বর্ষণে পাহাড় ধসে নারী ও শিশুসহ কমপক্ষে ছয়জন মারা গেছেন। আহত হয়েছেন আরও ১০/১২ জনেরও বেশী।

মঙ্গলবার সকাল ১০টার দিকে উখিয়ার ১০ নং রোহিঙ্গা ক্যাম্পে এ পাহাড় ধ্বংসের ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- ক্যাম্পের ব্লক জি/৩৭ এর নুর মোহাম্মদের মেয়ে নুর বাহার (৩০), শাহ আলমের ছেলে শফিউল আলম (১২), ব্লক জি/৩৮ এর ইউসুফের স্ত্রী দিল বাহার ও তাদের দুই সন্তান আবদুর রহমান (৩) আর আয়েশা সিদ্দিকা (২)।

মৃত আরেক শিশুর পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায়নি। আহতদের উদ্ধার করে ক্যাম্পের অভ্যন্তরে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিজাম উদ্দিন আহমেদ জানান, রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে পাঁচজনের মৃত্যুর বিষয়টি তিনি শুনেছেন।

উখিয়া রাজাপালং ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য হেলাল উদ্দিন জানান,পাহাড় ধ্বংসে ৫ জন রোহিঙ্গা নিহত হওয়ার খবর জেনেছি।এসময় ১০/১২ জন আহত হয়েছে।তিনি প্রশাসনের প্রতি দাবী জানান,পাহাড়ের পাদদেশে বসবাসকারী রোহিঙ্গাদের দ্রুত সরিয়ে নেওয়ার।

গত দুদিন ধরে কক্সবাজারে ভারী বর্ষণ হচ্ছে। ভারী বর্ষণের কারণেই এই পাহাড় ধসের ঘটনা ঘটেছে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img