সাবেক গণপরিষদ সদস্য, অন্যতম সংবিধান প্রণেতা, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সাবেক এমপি মরহুম আলহাজ্ব মুহাম্মদ ইসহাক মিয়ার ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ ২৪ জুলাই শনিবার মরহুমের আগ্রাবাদস্থ পারিবারিক কবরস্থানে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন শ্রদ্ধা নিবেদন করেন।
আজ শনিবার হাজী পাড়া সুন্নিয়া জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে সকাল ১০টায় মরহুমের কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। মরহুম ইসহাক মিয়ার ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে উদ্ভূত মহামারী করোনা পরিস্থিতির কারণে সামাজিক দূরত্ব রক্ষা করে শুধুমাত্র ধর্মীয় অনুষ্ঠানাদির মাধ্যমে পালন করা হয়।
মরহুমের কবর প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত স্মরণানুষ্ঠানে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, মরহুম ইসহাক মিয়া ব্যক্তি হিসেবে মানবিক এবং রাজনীতিক হিসেবে একটি কঠিন ইস্পাত দৃঢ় প্রতিরোধের শক্তি। আদর্শিক প্রশ্নে তিনি কখনো আপোষ করেননি। একজন বড় মাপের নেতা হয়েও তিনি ছিলেন কর্মীবান্ধব। তাই তাঁকে স্মরণ করার মধ্য দিয়ে আমরা যারা নেতা তাদেরকে কর্মীদের অন্তর স্পর্শ করতে হবে।
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন বলেন, চট্টগ্রামে আওয়ামী ঘরোনার অভিভাবক হিসেবে মরহুম ইসহাক মিয়ার দোয়া আশীর্বাদ যারা পেয়েছেন তাদের মধ্যে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা কখনো পূরণ হবে না। তিনি যোগ্য নেতাকর্মীদের স্বীকৃতি দিয়েছেন। কঠিন সময়ে পরামর্শ দিয়েছেন। নিজের জীবনকে অর্থ বিত্তের সমৃদ্ধ করার সুযোগ থাকার পরও সেদিকে তিনি নজর দেননি। তিনি নজর দিয়েছিলেন সংগঠনের প্রতি এবং দলীয় আদর্শিক উত্তরাধিকারীদের সক্ষমতা বৃদ্ধিতে।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য আলহাজ্ব সফর আলী, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, ২৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো: জাকারিয়া, ২৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল ইব্রাহীম, ২৩নং পাঠানটুলী ওয়ার্ডের সাধারণ সম্পাদক আসিফ খান, পরিবারের পক্ষে শাহ নেওয়াজ রেদোয়ান, মহিলা কাউন্সিলর জাহেদা বেগম পপি, ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর নাজমুল হক ডিউক, ২১নং ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন, ২৭ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর এইচ এম সোহেল সহ স্থানীয় নেতৃবৃন্দ প্রমুখ।