নগরীতে গৃহকর্মীকে নির্যাতন অভিযুক্ত চিকিৎসক আটক

নগরীতে তসলিমা আক্তার (১৪) নামের এক গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে নাহিদা আক্তার রেনু (৩৪) নামের এক চিকিৎসককে আটক করেছে চান্দগাঁও থানা পুলিশ।

বৃহস্পতিবার (২২ জুলাই) সকালে নগরীর চান্দগাঁও আবাসিকের বাসা থেকে ওই চিকিৎসককে আটক করে। আটক চিকিৎসক চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে কর্মরত এবং নির্যাতনের শিকার গৃহকর্মী তসলিমা আক্তার চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আব্দুল গণির মেয়ে।

তসলিমার বাবা আব্দুল গণির চান্দগাঁও থানায় দায়ের করা অভিযোগের সূত্রে জানা যায়, গত বছর জুলাই মাসে মেয়েকে ডা. নাহিদার বাসায় কাজ করার জন্য দিয়ে আসেন। কিন্তু তিন মাস ধরে তিনি মেয়ের সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না। গত বৃহস্পতিবার মেয়ের সঙ্গে কথা বলতে ওই বাসায় গিয়েও দেখা পাননি আব্দুল গণি। পরে বিষয়টি থানাকে জানালে পুলিশ গিয়ে চিকিৎসকের বাসা থেকে তসলিমাকে উদ্ধার করে এবং নির্যাতনের দায়ে ডা. নাহিদাকে আটক করে পুলিশ।

এবিষয়ে চান্দগাঁও থানার পরিদর্শক (তদন্ত) রাজেশ বড়ুয়া জানান, অভিযোগ পেয়ে ওই কিশোরীকে উদ্ধার করা হয়। তার শরীরে নির্যাতনের চিহ্ন রয়েছে। কিশোরীর বাবা বাদি হয়ে মামলা করেছেন। অভিযুক্ত চিকিৎসককে আটক করা হয়েছে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img