ভারতের তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী প্রবীণ অভিনেত্রী সুরেখা সিক্রি (৭৫) মারা গেছেন। আজ শুক্রবার ভোরে হার্ট অ্যাটাকে তাঁর মৃত্যু হয়েছে।
অভিনেত্রীর ম্যানেজারকে উদ্ধৃত করে হিন্দুস্তান টাইমস বলেছে, ‘তিনবার জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সুরেখা সিক্রি কার্ডিয়াক অ্যারেস্টের কারণে মারা গেছেন শুক্রবার সকালে ৭৫ বছর বয়সে। দ্বিতীয়বার ব্রেন স্ট্রোক হওয়ার পর থেকে নানা ধরনের শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। আজ সকালে পরিবার ও পরিচারকদের উপস্থিতিতে তাঁর মৃত্যু হয়। তাঁর পরিবার এই সময়টা একটু নির্জনে কাটাতে চায়।’
হিন্দি মঞ্চের প্রবীণ এই অভিনেত্রী ১৯৭৮ সালে রাজনৈতিক নাট্যধর্মী ‘কিস্সা কুরসি কা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষিক্ত হন এবং পরে অসংখ্য হিন্দি ও মালয়ালাম সিনেমা এবং ভারতীয় সোপ অপেরায় পার্শ্ব-চরিত্রে অভিনয় করেন।
সাম্প্রতিককালে মুক্তিপ্রাপ্ত ‘বাধাই হো’ (২০১৮) সিনেমায় সুরেখা সিক্রির অভিনয় দর্শক ও সমালোচকদের কাছে প্রশংসিত হয়। এই সিনেমার জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব-অভিনেত্রী বিভাগে তৃতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।
এন-কে