নিরক্ষর মানুষের জন্য সিএমপির ভ্যাকসিন নিবন্ধন বুথ চালু

সামাজের নিরক্ষর ও শ্রমজীবী মানুষের করোনার ভ্যাকসিন নিশ্চিত করতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দক্ষিণ বিভাগের উদ্যোগে কোভিড-১৯ ভ্যাকসিন নিবন্ধন বুথ চালু করা হয়েছে।

আজ ১৫ জুলাই, বৃহস্পতিবার দুপুর ১টায় কোতোয়ালী থানা মোড়ে এ বুথ উদ্বোধন করেন সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর।

এসময় সিএমপি কমিশনার বলেন, করোনার ভ্যাকসিন সহজলভ্য করার পাশাপাশি যারা সুরক্ষা অ্যাপস ব্যাবহার করতে অসুবিধা বোধ করছেন, তাদের জন্য এ বুথ চালু করা হয়েছে। যাতে সাধারণ মানুষ সহজে নিবন্ধন করে করোনার টিকা নিতে পারে। সামাজিক সংগঠন যাত্রী ছাউনির সহযোগিতায় প্রথম একটি বুথ চালু করা হয়েছে। যদি এই বুথের কার্যক্রমে সফলতা পাওয়া যায় তাহলে পরবর্তীতে আরও বুথ চালু করার পরিকল্পনা আছে আমাদের।

তিনি আরও বলেন, আমাদের আশেপাশে অনেক শ্রমজীবী মানুষ সুরক্ষা অ্যাপ ব্যবহার বা রেজিস্ট্রেশন করতে পারেন না। তাই তারা যাতে ভ্যাকসিন থেকে বঞ্চিত না হন, মূলত সে লক্ষ্যে এই কার্যক্রম। এই বুথে এসে যে কেউ খুব সহজে কোভিড-১৯ ভ্যাকসিনের জন্য নিবন্ধন করতে পারবেন।

কোভিড-১৯ ভ্যাকসিন নিবন্ধন বুথ উদ্বোধনের সময় আরও উপস্থিত ছিলেন সিএমপি’র উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) আবদুল ওয়ারিশ, উপ-পুলিশ কমিশনার এস.এম. মোস্তাইন হোসেন, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) বিজয় বসাক, কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিনসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img