সারা দেশের মতো চট্টগ্রামেও আবার শুরু হয়েছে গণটিকা কার্যক্রম। সিটি করপোরেশনের ১১টি টিকা কেন্দ্রসহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেওয়া হচ্ছে করোনা প্রতিরোধী টিকা।
মঙ্গলবার (১৩ জুলাই) সকালে এ টিকা কার্যক্রম শুরু হয়। এবারের সিটি করপোরেশন এলাকায় মডার্না ও উপজেলা এলাকায় সিনোফার্মের টিকা দেওয়া হচ্ছে।
সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, চট্টগ্রাম আজ থেকে শুরু হয়েছে করোনা টিকা কার্যক্রম। গতকাল পর্যন্ত সিনোফার্মের টিকা দেওয়া হলেও তা বন্ধ রেখে আজ থেকে মডার্নার টিকা দেওয়া হচ্ছে।
তবে উপজেলার টিকাদান কেন্দ্রে দেওয়া হচ্ছে সিনোফার্মের টিকা।
এর আগে গত ১১ জুলাই ভোরে চট্টগ্রাম আসে চীন ও যুক্তরাষ্ট্রের তৈরি সিনোফার্ম এবং মডার্নার ১ লাখ ৮৪ হাজার ডোজ টিকা।
এর মধ্যে মডার্নার ১ লাখ ৫ হাজার ৬০০ ডোজ এবং সিনোফার্ম ৭৮ হাজার ৪০০ ডোজ। গত ৭ ফেব্রুয়ারি সারাদেশের মতো চট্টগ্রামেও শুরু হয় টিকা কার্যক্রম।