বাংলাদেশে ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেছেন, সারা বিশ্বেই ভ্যাকসিনের (টিকা) সংকট রয়েছে। সরবরাহের চেয়ে চাহিদা অনেক বেশি। সবাই কাজ করছে কীভাবে ভ্যাকসিন প্রাপ্তি নিশ্চিত করা যায়। বাংলাদেশকে ভ্যাকসিন দেওয়ার ব্যাপারে ভারত সাধ্যমতো কাজ করছে। দেখা যাক আমরা কতটুকু সহযোগিতা করতে পারি।
বৃহস্পতিবার ভারতের আগরতলা থেকে আখাউড়া আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ভারতীয় হাইকমিশনার বলেন, ‘ভারত-বাংলাদেশের সম্পর্ক সব সময়ই একটি বিশেষ সম্পর্ক। এমনকি এই করোনা মহামারির মধ্যেও দুই দেশের সুসম্পর্ক রয়েছে। বর্তমানে আমরা একটি অস্বাভাবিক পরিস্থিতির মধ্যে রয়েছি। আশা করি শিগিগর আমরা সবাই এই সংকট (কোভিড-১৯) থেকে বেরিয়ে আসতে পারব।’
ভ্যাকসিনের কারণে দুই দেশের সম্পর্কে প্রভাব পড়বে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বর্তমানে ভারতে টিকার মারাত্মক সংকট রয়েছে। ভারত থেকে বাংলাদেশ সবচেয়ে বেশি টিকা পেয়েছে। অন্য কোনো দেশ তা পায়নি। আমাদের সীমিত উত্পাদনের মধ্যেও বাংলাদেশকে টিকা দেওয়ার ব্যাপারে কাজ করছি।’
হাইকমিশনার দোরাইস্বামী আরো বলেন, ‘করোনার দ্বিতীয় ঢেউ খুবই মারাত্মক রূপ নিচ্ছে। বর্তমানে ভারতে অবস্থা খুব খারাপ। পরিস্থিতি মোকাবিলায় আমরা সবাই একসঙ্গে কাজ করছি। দেখা যাক দুই দেশের মানুষের স্বার্থে কী করতে পারি। এ সময় তার স্ত্রী সংগীতা দোরাইস্বামী সঙ্গে ছিলেন।
এর আগে বিক্রম দোরাইস্বামী দিল্লি থেকে বিমানযোগে আগরতলায় পৌঁছান। সেখানে থেকে সড়কপথে আগরতলা চেকপোস্টে আসেন। চেকপোস্টে তাকে স্বাগত জানান আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর-এ-আলম। পরে তিনি সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হন।