লাতিন আমেরিকার ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াই এত নিষ্প্রাণ হয়নি কখনও। মেসি-নেইমাররা যেখানে খেলছে সেখানে দর্শক থাকবে না এটা তো কল্পনারও অতীত ছিল। কিন্তু, কোভিড-১৯ থামিয়ে দিয়েছে সব।
কোপা আমেরিকার এবারের আসরে করোনার জন্য ভেন্যু পরিবর্তন হয়েছে দুইবার। করোনায় মৃত্যু ও শনাক্তের দিক থেকে ব্রাজিল এখনও শীর্ষে থাকলেও শেষ পর্যন্ত ব্রাজিলে আয়োজন করা গেলেও সেটি দর্শক ছাড়াই।
তবে শেষ পর্যন্ত মাঠে দর্শক প্রবেশের অনুমতি পাচ্ছে। ১৯৯৩ সালে সবশেষ কোপা জয়ী আর্জেন্টিনা খেলবে সবশেষ কোপা জয়ী ব্রাজিলের বিপক্ষে।
দুই দলের এমন জমজমাট ফাইনাল দেখতে সীমিত সংখ্যক দর্শককে মারাকানার ফাইনালে গ্যালারিতে থাকার সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছে কনমেবল।
গ্যালারিতে থাকবে দুই দলের ২ হাজার ২০০ করে সমর্থক। যদিও তারা টিকিট কিনে নয়, সৌজন্য টিকেট দিয়ে প্রবেশ করবেন গ্যালারিতে। আছে আরও বাধ্যবাধকতা। যারা যেসব আর্জেন্টাইন ব্রাজিলে থাকেন তারাই পাবেন এসব টিকিট।
আগামী ১১ জুলাই ভোর ৬টায় (বাংলাদেশ সময়) মারাকানায় অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল ম্যাচ।