৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দেয়ার নির্দেশ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সজীব গ্রুপের হাশেম ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। এ কমিটিকে আগামী সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

আজ ৯ জুলাই, শুক্রবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সাংবাদিকদের এ তথ্য জানান নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক শামীম বেপারী।

তিনি বলেন, অতিরিক্ত জেলা প্রশাসককে আহ্বায়ক করে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি কাজ শুরু করেছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন-রূপগঞ্জের ইউএনও, ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক, পুলিশের একজন প্রতিনিধি, বিস্ফোরণ অধিদফতরের একজন প্রতিনিধি এবং কলকারখানা অধিদফতরের একজন প্রতিনিধি।

তিনি আরও বলেন, ওই ভবনের প্রতিটি ফ্লোরের আয়তন ৩৫ হাজার স্কয়ার ফিট। পঞ্চম ও ষষ্ঠ ফ্লোরে এখনো আগুন রয়েছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস।

লাশের দাম ২৫, আহতরা পাবেন ১০ হাজার

উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার বিকেলের ওই অগ্নিকাণ্ডে কারখানা ভবন থেকে লাফিয়ে পড়েন শ্রমিকরা। ওই সময় তিনজনের মৃত্যু হয়। আজ শুক্রবার মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় অগ্নিদগ্ধ আরও তিন জনের মৃত্যু হয়। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ৫৫ জনে দাঁড়িয়েছে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, আগুন নিয়ন্ত্রণে আনার পর ছয়তলা ভবনের চতুর্থ তলা পর্যন্ত প্রবেশ করা গেছে। সেখান থেকেই এসব মরদেহ উদ্ধার করা হয়েছে। ছয়তলা কারখানা ভবনের ওপরের দুই ফ্লোরে এখনো আগুন জ্বলছে। সেখানে আগুন নেভানোর কাজ চলছে। ধ্বংসস্তুপে তল্লাশীও এখনো শেষ হয়নি।

এন-কে

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img