করোনা মহামারি ও কঠোর লকডাউনে এলাকাবাসীর সুবিধার্থে চট্টগ্রাম হাটহাজারী রোডে ফতেয়াবাদ সিটি সেন্টারে অবস্থিত ওয়েল ফার্মা এন্ড ডিপার্টমেন্টাল স্টোরের উদ্যোগে শুরু হয়েছে মাসব্যাপী ফ্রি চিকিৎসা সেবা। এ কর্মসূচির আওতায় প্রতিদিন বিনামূল্যে রোগীরা বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে সেবা গ্রহণ করতে পারবেন। গত ১ জুলাই, ২০২১ থেকে এ চিকিৎসাসেবা শুরু হয়েছে এবং চলবে ৩১ জুলাই পর্যন্ত এমন তথ্য নিশ্চিত করেছেন ওয়েল ফার্মা এন্ড ডিপার্টমেন্টাল স্টোরের কর্ণধার মোহাম্মদ ইকবাল ও মোহাম্মদ মনছুর উদ্দিন। এছাড়াও সুলভ মূল্যে সকল প্রকার ওষুধ, শিশু খাদ্যসহ মেডিকেল সামগ্রী কেনা সুযোগ থাকছে বলেও জাানান তারা।
ফ্রি চিকিৎসা সেবা সম্পর্কে জানতে চাইলে মডেল ফার্মেসি ওয়েল ফার্মা এন্ড ডিপার্টমেন্টাল স্টোরের প্রতিষ্ঠাতা কলেজ শিক্ষক মোহাম্মদ ইকবাল ও মোহাম্মদ মনছুর উদ্দিন বলেন, করোনা মহামারি ও লকডাউনের কারণে বিভিন্ন রোগে আক্রান্ত রোগীরা শহরে গিয়ে চিকিৎসা সেবা নিতে না পারায় দুর্ভোগে পড়েছেন। বিশেষ করে এলাকাবাসীর সুবিধার কথা চিন্তা করে আমরা এ উদ্যোগ নিয়েছি। এ কর্মসূচি আওতায় একদিকে রোগীরা পাচ্ছেন বিনামূল্যে বিশেষজ্ঞ ডাক্তার দেখানোর সুযোগ পাশাপাশি সুলভ মূল্যে ওষুধসহ মেডিকেল সামগ্রী। আমরা মনেকরি এ ধরনের উদ্যোগ এ দুঃসময়ে রোগীদের কষ্ট লাঘবে সহায়ক হবে। সবচেয়ে বড় কথা, এলাকার মানুষকে এখন আর নকল, মেয়াদোত্তীর্ণ এবং বেশি দামে ওষুধ কিনতে হবে না, মানুষ ওষুধ খেয়ে অসুখে পড়বে না।
তারা আরও বলেন, সরকারি নির্দেশনামতে মডেল ফার্মেসিকে কমপক্ষে ৩০০ বর্গফুট এবং শীতাতপ নিয়ন্ত্রিত হতে হয়। সার্বক্ষণিক রেজিস্টার্ড গ্রাজুয়েট ফার্মাসিস্ট নিয়োগসহ সুনির্দিষ্ট কিছু নীতিমালা মেনে মডেল ফার্মেসি কাজ করে, আমরাও সেভাবে কাজ করছি। প্রেসক্রিপশন অনুযায়ী রোগীকে ওষুধ বুঝিয়ে দেওয়া আমাদের দায়িত্ব । ওষুধের গুণাগুণ নিশ্চিত থাকার মতো তাপমাত্রা, ছাদ থেকে নির্দিষ্ট দূরত্বে ওষুধ রাখা এবং ওষুধ রাখার ফ্রিজ নির্দিষ্ট তাপমাত্রায় রাখাসহ যাবতীয় নির্দেশনা মেনেই আমাদের প্রতিষ্ঠান সাজানো হয়েছে। সেই সঙ্গে প্রেসক্রিপশন সার্ভিস ডেস্ক, ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট, নন ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট এবং মেডিক্যাল সাপ্লাই অ্যান্ড ডিভাইসের জন্য আলাদা কর্নার রয়েছে। সারাদেশে মডেল ফার্মেসিতে গায়ে লেখা দামে ওষুধ বিক্রয় করা হলেও এখানে সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে ওষুধ বিক্রি হয়, নকল ও নিম্নমানের ওষুধ বিক্রি করা হয় না। শুধু তা নয় প্রয়োজন না হলে বিক্রিত ওষুধ ফেরত নেয়া হবে।
ওয়েল ফার্মা এন্ড ডিপার্টমেন্টাল স্টোরে মাসব্যাপী ফ্রি চিকিৎসা দিচ্ছেন মেডিসিন, হৃদরোগসহ বিভিন্ন রোগের চিকিৎসায় অভিজ্ঞ ডা. মুজাম্মেল হোসেন কায়সার, শিশু বিশেষজ্ঞ ডা. শারমিন আকতার, মেডিসিন ও গাইনি চিকিৎসায় অভিজ্ঞ ডা. হাদিয়া বিনতে আজিজ। এছাড়াও সুলভ মূল্যে নিয়মিত রোগী দেখছেন মেডিসিন, হৃদরোগ চিকিৎসায় অভিজ্ঞ ডা. এ এস এম ইমতিয়াজ হোসাইন ও নবজাতক ও শিশু রোগ বিশেষজ্ঞ ডা. লীনা আক্তার।
যোগাযোগের ঠিকানা: ওয়েল ফার্মা এন্ড ডিপার্টমেন্টাল স্টোর, সিটি সেন্টার (ফতেয়াবাদ স্কুলের বিপরীতে) হাটহাজারী রোড, চট্টগ্রাম। এছাড়া সিরিয়াল ও অন্যান্য তথ্যের জন্য ডায়াল করুন- ০১৬৮৮৭৭৭৬৬৬, ০১৮১৯৩৯০৮৬৩ মুঠোফোন নম্বরে।
এন-কে