কক্সবাজার জেলার মহেশখালীতে আব্দুস সাত্তার নামের এক চৌকিদারের মেয়ে ও তার প্রতিবেশীর ঘর থেকে থেকে ২৬ বস্তা ভিজিএফ ও ভিজিডি কমসূর্চির চাল উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৬ জুলাই) বিকেলে উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড থেকে এসব চাল উদ্ধার করে উপজেলা প্রশাসন।
বিষয়টি নিশ্চিত করে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহফুজুর রহমান দিনেরখবরকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা এসব চাল উদ্ধার করি। এ বিষয়ে জেলা প্রাণসিম্পদ কর্মকর্তা ডা নন্দন কুমারকে প্রদান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কমিটির রিপোর্ট অনুযায়ী অভিযুক্ত চৌকিদার আব্দুস সাত্তারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন এ কর্মকর্তা।ে
এন-কে