বান্দরবান পাবর্ত্য জেলা পরিষদের উদ্যোগে আজিজনগর ইউনিয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উপহার স্বরূপ ৩৬০ জন হতদরিদ্র পরিবারের মাঝে উপহার সামগ্রী প্রদান করা হয়েছে।
পাবর্ত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক বরাদ্দকৃত বিশেষ কর্মসূচীর আওতায় করোনা ভাইরাস জনিত উদ্ভুত পরিস্থিতি মোকাবেলায় কর্মহীন মানুষের মাঝে এ সকল উপহার সামগ্রী বিতরণের ব্যবস্থা গ্রহণ করা হয়। আজিজনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন কোম্পানী সভাপতিতে এই উপহার সামগ্রী প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত বিশেষ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- লামা উপজেলা আওয়ামী লীগের সভানেত্রী, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মহিলা সদস্য ফাতেমা পারুল, লামা উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অজহা ত্রিপুরা, লামা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিল্কি রানী।
উপহার প্রদান অনুষ্ঠানে ফাতেমা পারুল বলেন- খুধা মুক্ত বাংলাদেশ শেখ হাসিনার নির্দেশ। তিনি আরও বলেন, বান্দরবানের রুপকার বীর বাহাদুরের বান্দরবানে কেহ না খেয়ে মরবে না।
আজিজনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন কোম্পানী বলেন- বীর বাহাদুর বেঁচে থাকতে বান্দরবানের সাধারণ মানুষের কোন অসুবিধা আশা করা যায় না। আমি আপনাদের জনপ্রতিনিধি বেঁচে থাকতে আজিজনগরের একজন মানুষ ও না খেয়ে মারা যাবে না ইনশাআল্লাহ।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- বীর মুক্তিযুদ্ধা নুর আহমদ, আজিজনগর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক – আবু ছালেহ, সদস্য সচিব মোঃ সেলিম রেজা সহ ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সাংবাদিক প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ।