মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি: করোনা ভাইরাসের সংক্রমন রোধে টানা কঠোর লকডাউন চলছে বান্দরবান জেলায়। এরই ধারাবাহিকতায় বান্দরবান জেলা প্রশাসনের পক্ষ হতে ৪ই জুলাই, রবিবার বান্দরবান জিমনেশিয়াম অডিটোরিয়ামে কর্মহীন মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সকালে গুড়িগুড়ি বৃষ্টির মাঝে বান্দরবান জিমনেসিয়াম অডিটোরিয়ামে জড়ো হতে থাকে বান্দরবান মাইক্রোবাস চালক ও শ্রমিক সংগঠনের কর্মীরা।কোভিড-১৯ এর কারণে ইতিমধ্যেই জেলার সকল পর্যটন স্পট বন্ধ থাকায় অনেকেই কর্মহীন হয়ে মানবেতর জীবনযাপন করছেন। তাদের এই অসুবিধা সাময়িক লাঘবের জন্য বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে জেলার শ্রমিক সংগঠন ও অন্যান্য ৫০০ জনের মাঝে প্রধানমন্ত্রী প্রদত্ত উপহার সামগ্রী প্রদান অনুষ্ঠান অনুষ্টিত হয়েছে।
উপহার সামগ্রী প্রদান অনুষ্ঠাণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ত্রাণ সামগ্রী তুলে দেন পার্বত্য চট্টগ্রাম মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইয়াসমিন পারভীন তিবরিজি, পুলিশ সুপার জেরীন আক্তার, সিভিল সার্জেন অংসুইপ্রু মারমা, বান্দরবান রেডক্রিসেন্ট সোসাইটির সভাপতি অমল কান্তি দাশ, উপজেলা চেয়ারম্যান এ.কে.এম জাহাঙ্গীর সহ প্রশাসনের উর্ধত্বন কর্মকর্তা বৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য মন্ত্রী বলেন, এই দুঃসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পর্বত্য অঞ্চলের মানুষের জন্য এই উপহার সামগ্রী পাঠিয়েছেন।আপনারা যদি সচেতন হোন তাহলে অচিরেই এই বান্দরবান করোনা মুক্ত হবে।
বিশেষ অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ইয়াসমিন পারভীর তিবরিজি বলেন, সাধারন মানুষের পাশে জেলা প্রশাসন সবসময় আছে যদি কেউ সাহায্য গ্রহণে সংকোচ বোধ করেন তাহলে আমাদেও জেলা প্রশাসনের বিশেষ সহায়তা সেলের নাম্বাওে যোগাযোগ করবেন আমরা আপনার পরিচয় গোপন রেখে সাহায্য সামগ্রী আপনার বাসায় পৌছে দেয়ার চেস্টা করবো।
এ সময় পুলিশ সুপার জেরিন আক্তার বলেন, করোনা প্রদুর্ভাব বৃদ্ধিও কারনে জেলার সমস্ত জায়গায় আমাদেও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রাতদিন আপনাদের সতর্ক করার জন্য কষ্ট করে যাচ্ছে। পুলিশ প্রশাসনের সদস্যবৃন্দ আপনাদের সকল বিপদে এগিয়ে আসবে। তারপরেও আপনারা ঘরে থাকুন।আপনারা সকলে সচেতন হলে ইনশাআল্লাহ্ করোনা হতে আমরা অচিরেই মুক্ত হবো।
জেলা প্রশাসন সূত্রে বলা হয় আজ মোট ৩৮১ জনের মাঝে এই উপহার সামগ্রী তুলে দেয়া হলো যারা এই অনুষ্ঠানে আসতে পারেন নি তাদের ১১৯ জনের বাড়িতে এই উপহার সামগ্রী পৌছে দেয়ার ব্যাবস্থা গ্রহণ করা হবে। অনুষ্ঠানে প্রায় সকলেই জনসাধারণের সচেতনতার দিকে বিশেষ দৃষ্টি দিতে বলেন।