একসপ্তাহ ধরে চট্টগ্রামে করোনায় মৃত্যু ও শনাক্তের হার বাড়তি থাকলেও গত ২৪ ঘন্টায় কিছুটা কমেছে। গত ২৪ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ২৬২ জন এবং মৃত্যু হয়েছে এক জনের।
আজ শনিবার (২ জুলাই) সিভিল সার্জনের কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
গত ২৪ ঘন্টায় চট্টগ্রামের ৮ টি ল্যাবে ১ হাজার ৪৮ টি নমুনা পরীক্ষা করে নতুন আক্রান্ত শনাক্ত হয়েছে ২৬২ জন। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাড়াল ৫৯ হাজার ৯৯৯ জন ।
পরীক্ষাকৃত নমুনার মধ্যে নগরে ১৯৭ জন এবং উপজেলায় ৬৫ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছে।
এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৩৯টি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৪৮৭টি, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ১১৩ টি এবং চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১৪৫ টি, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ৮০ টি, চট্টগ্রাম মা ও শিশু হাসাপাতাল ল্যাবে ২০টি , চট্টগ্রাম মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ৭ টি, শেভরণ ল্যাবে ১৫৭ টি নমুনা পরীক্ষা করা হয়।
এতে চবি ল্যাবে ১৪ জন, বিআইটিআইডি ল্যাবে ৯১ জন, চমেক ল্যাবে ৩৫ জন, সিভাসু ল্যাবে ৪১ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ৩৭ জন, শেভরণ ল্যাবে ৩২ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১১ জন, চট্টগ্রাম মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
এদিন এন্টিজেন টেস্ট,আর টি আর এল ও কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে কোন করোনা পরীক্ষা করা হয়নি।
চট্টগ্রাম সিভিল সার্জন শেখ ফজলে রাব্বি বলেন, গত কিছুদিন করোনায় মৃত্যু এবং আক্রান্তের হার বেশি থাকলেও গত ২৪ ঘন্টায় কিছুটা কমেছে। আজ এক জনের মৃত্যুসহ চট্টগ্রামে মোট ৭১১ জনের মৃত্যু হয়েছে বলেও জানান তিনি।