চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে আজ শুক্রবার সকালে নগরীর বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেসাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌসের নেতৃত্বে পৃথক পৃথক ভবে নগরীর সিআরবি, কাজির দেউরি, মেহেদীবাগ, চট্টগ্রাম কলেজ, চকবাজার, পাঁচলাইশ, মুরাদপুর, দামপাড়া, লালখান বাজার ও টাইগার পাস এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। আদালত সরকারি বিধি নিষেধ ও স্বাস্থ্যবিধি অমান্য করায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমান করে।
অভিযানকালে ম্যজিস্টেটগণ মাস্ক বিতরণ করেন এবং স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা প্রদান করে। এছাড়াও টাইগার পাস পাহাড়ের ঢালুতে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যাওয়ারও নির্দেশ দেন। করোনা ভাইরাস প্রতিরোধ কল্পে ও নগরবাসীকে স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করতে আগামীকাল শনিবার থেকে নগরীতে ব্যাপকভাবে চসিকের ভ্রাম্যমান আদালত পরিচালিত হবে।
অভিযানে ম্যাজিস্ট্রেটগণকে সহায়তা করেন সিটি কর্পোরেশনের সংশি¬ষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদস্য বৃন্দ।