ভারতে ফের বাড়ছে মৃত্যু, সংক্রমণ

ভারতে ফের বাড়লো করোনাভাইরাসের দৈনিক সংক্রমণ। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, গত ২৪ ঘণ্টায় সেখানে নতুন করে ৪৮ হাজার ৭৮৬ জন আক্রান্ত হয়েছে। বুধবার এই সংখ্যাটা ছিল ৪৫ হাজার ৯৫১ জন। অর্থাৎ বুধবারের তুলনায় বৃহস্পতিবার প্রায় ৬ শতাংশ আক্রান্ত বেড়েছে। সবমিলিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা হলো ৩ কোটি ৪ লাখ ১১ হাজার ৬৩৪ জন। খবর আনন্দবাজারের।

আক্রান্তের সংখ্যার পাশাপাশি বেড়েছে মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় ভারতে মৃত্যু হয়েছে ১ হাজার ৫ জনের। তিনদিন পর ফের দেশটিতে দৈনিক মৃত্যু ১ হাজার ছাড়ালো। গত কয়েক সপ্তাহ ধরে মহারাষ্ট্র, কর্নাটক, কেরালা এবং তামিলনাড়ু ছাড়া দেশের সব রাজ্যেই দৈনিক মৃত্যু ১০০-র নিচে রয়েছে। ‍বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, উত্তরাখণ্ডে দৈনিক মৃত্যু হয়েছে ২২১ জনের। ফলে দেশের দৈনিক মৃত্যু হাজার ছাড়িয়েছে। সবমিলিয়ে করোনায় দেশটিতে মৃত্যু হয়েছে ৩ লাক ৯৯ হাজার ৪৫৯ জনের।

এদিকে গত ২৪ ঘণ্টায় দেশটিতে দৈনিক সংক্রমণের হার ছিল ২.৫৪ শতাংশ। গত ১০ দিন ধরেই এই হার ৩ শতাংশের নিচে রয়েছে। সঙ্গে দেশের সক্রিয় রোগী সংখ্যা কমার ধারাবাহিকতাও অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় সাড়ে ১৩ হাজারেরও বেশি সক্রিয় রোগী কমেছে। এখন দেশে সক্রিয় রোগী রয়েছে ৫ লাখ ২৩ হাজার ২৫৭ জন।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img