সীতাকুণ্ডে লকডাউনে বৌভাত অনুষ্ঠান: ২০০০০ টাকা জরিমানা

চট্টগ্রামের সীতাকুণ্ডের বারৈয়াঢালা ইউনিয়নে করোনার সংক্রমণ রোধে প্রদত্ত নিষেধাজ্ঞা অমান্য করে বিবাহোত্তর বৌভাত অনুষ্ঠান আয়োজন করায় বর ও কমিউনিটি সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৩০ জুন) দুপুরে উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের রাখী কমিউনিটি সেন্টারে বৌভাত অনুষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করা হয়।

এ সময় বর সুজন চন্দ্র নাথকে ১০ হাজার টাকা এবং অনুষ্ঠান আয়োজনের জন্য হলরুম ভাড়া দেওয়ায় রাখী কমিউনিটি সেন্টারের মালিক হোসেন আলী ভূইয়াকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদাত হোসেন বলেন, ‘করোনার সংক্রমণ এ উপজেলায় দিন দিন বেড়ে যাওয়ায় সার্বিক বিবেচনা করে বিভিন্ন জনসমাগম, সামাজিক অনুষ্ঠান বন্ধের জন্য ঘোষণা করে সরকার। এই ঘোষণা ও নিষেধাজ্ঞা অমান্য করে রাখী কমিউনিটি সেন্টারটি বিয়ের আয়োজন করছিল। খবর পেয়েই সেখানে গিয়ে উক্ত কমিউনিটি সেন্টারকে ১০ হাজার টাকা এবং অনুষ্ঠান আয়োজনকারী বরকে ১০ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে আগামীতে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত কোন ধরনের সামাজিক অনুষ্ঠান আয়োজনে নিষেধাজ্ঞাসহ সরকারি নির্দেশনা মেনে চলার পরামর্শ দেয়া হয়।’করোনা মহামারী প্রতিরোধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img